![বোদায় গরীব ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/12/18/abnews-24.bbbbbbb_115853.jpg)
বোদা (পঞ্চগড়), ১৮ ডিসেম্বর, এবিনিউজ : পঞ্চগড়ের বোদা উপজেলার অনুপ্রেরণা সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে উপজেলার ৩০ জন গরীর ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বোদা কলেজ পাড়া অনুপ্রেরণা সমাজ কল্যাণ সংস্থার কার্যালয়ে আজ সোমবার শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে অনুপ্রেরণা সমাজ কল্যাণ সংস্থার সভাপতি সঞ্চয় দাস এর সভাপতিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও শীতবন্ত্র বিতরণ করেন সংস্থার সাধারণ সম্পাদক যাকোব সরকার। এ সময় অনুপ্রেরণা সমাজ কল্যাণ সংস্থার সকল সদস্য সহ স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
এবিএন/লিহাজ উদ্দীন মানিক/জসিম/তোহা