![লাকসামে ট্রেন-ভটবটি সংঘর্ষে নিহত ১](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/12/18/abnews-24.bbbbbbbbbbbbbbbbb_115868.jpg)
লাকসাম (কুমিল্লা), ১৮ ডিসেম্বর, এবিনিউজ : “থামছেনা মৃত্যুর মিছিল, অরক্ষিত লাকসামের রেলক্রসিংগুলো” শিরোনামে গত মঙ্গলবার দৈনিক জনতায় একটি সচিত্র সংবাদ প্রকাশের এক সপ্তাহ যেতে না যেতেই আজ সোমবার দুপুরে কুমিল্লার লাকসামে ভুচ্ছি-হরিশ্চর আরেকটি অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেন ও ভটবটি সংঘর্ষে একজন নিহত হয়েছে।
জানা যায়, লাকসাম রেলওয়ে জংশনের উত্তর আউটার সিগনালের নিকটবর্তি ভুচ্ছি-হরিশ্চর অরক্ষিত একটি রেলক্রসিং পার হওয়ার সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী কর্ণফুলি এক্সপ্রেস ট্রেন একটি ভটবটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলে মো. আবদুল মান্নান (৪০) নামে ভটবটি চালক নিহত হয় এবং ভটবটিটি চুর্ণবিচুর্ণ হয়ে যায়। নিহত আবদুল মান্নান নাঙ্গলকোট উপজেলার মগুয়া গ্রামের হাজী গুয়া মিয়ার ছেলে। সে লালমাই উপজেলার আটিটি বাজারে মালামাল পৌঁছে দিয়ে লাকসাম আসার পথে দূর্ঘটনার শিকার হন। লাকসাম রেলওয়ে থানার ওসি স্বপন কান্তি বড়–য়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এবিএন/ইকবাল হোসেন মিন্টু/জসিম/তোহা