শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • খেলাধুলা
  • প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত জমি পেলেন ক্রিকেটার মিরাজ

প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত জমি পেলেন ক্রিকেটার মিরাজ

প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত জমি পেলেন ক্রিকেটার মিরাজ

খুলনা, ১৮ ডিসেম্বর, এবিনিউজ : অবশেষে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত জমির দলিল হাতে পেয়েছেন খুলনার কৃতী সন্তান ও ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ। আজ সোমবার দুপুরে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসানুল হক মিয়া আনুষ্ঠানিকভাবে মিরাজের হাতে জমির দলিল হস্তান্তর করেন।

কেডিএ’র সূত্র জানায়, জাতীয় দলের ক্রিকেটার মেহেদী হাসান মিরাজকে মহানগরীর মুজগুন্নী আবাসিক এলাকার এন ৪৪ নম্বর প্লটের ৩ দশমিক ৬ কাঠা জমির দলিল দেওয়া হয়েছে। এই প্লটের বাজার মূল্য ৫৭ লাখ টাকা। মিরাজের পরিবারের কাছ থেকে নামমাত্র মূল্য এক হাজার এক টাকা নিয়ে জমির দলিল হস্তান্তর করা হয়েছে।

ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে চমক দেখিয়ে আলোচনায় আসা ক্রিকেটার মিরাজকে ২০১৬ সালের ৩০ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাড়ি দেওয়ার ঘোষণা দেন।

দলিল হস্তান্তর অনুষ্ঠানে সংসদ সদস্য মিজানুর রহমান মিজান, বেগম মন্নুজান সুফিয়ান, খুলনা সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান মনি, খুলনা জেলা প্রশাসক মো. আমিন উল আহসানসহ কেডিএর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

খুলনার খালিশপুরের হাউজিং স্টেটের বিআইডিসি রোডে ভাড়ার টিনের ছাউনি ও বাঁশের বেড়ার ঘরে বেড়ে উঠেছেন ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ।

এবিএন/জনি/জসিম/জেডি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত