মাদারীপুর, ১৮ ডিসেম্বর, এবিনিউজ : মাদারীপুরে পুলিশ আর ডাকাতের গোলাগুলিতে এক ডাকাত গুলিবিদ্ধ ও একটি বিদেশী পিস্তল উদ্ধার এবং ডিবি পুলিশের ৩ সদস্য আহত। গতকাল রবিবার দিবাগত রাত আনুমানিক দেরটার দিকে জেলা ডিবি পুলিশের সাথে এই ঘটনা ঘটে। ডাকাতের অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিক্তিতে ডিবি পুলিশ জানতে পারে সোমবার রাত ২টার দিকে ধুয়াসার এলাকায় ডাকাতি প্রস্ততি নিচ্ছে। এতে জেলা গোয়েন্দা শাখা(ডিবি) পুলিশ এর এস আই মোবারেক হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান চালানো হয়। তবে ডাকাতরা আগে টের পেয়ে ঘটনাস্থল ত্যাগ করার চেষ্টা করে।
এ সময় এক ডাকাত পালানোর সময় পুলিশ তাকে ধাওয়া করে। ওই ডাকাত পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। পুলিশও পাল্টা গুলি ছুঁড়লে মোহাম্ম আলী নামের এক ডাকাত গুলিবিদ্ধ হয় তার কাছ থেকে একটি বিদেশী পিস্তল উদ্ধার এবং তিন পুলিশ আহত হয়।
আহত পুলিশ সদস্যরা হলেন ১. কং আল মামুন ২. কং সাগর আহমেদ ৩. কং পারভেজ। পরে গুলিবিদ্ধ ডাকাতকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। আটককৃত ডাকাত সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের চাাপাতলি গ্রামের সিরাজুল হক মাতুব্বরের ছেলে মোহাম্মদ আলী মোহম (৪০)।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ এর ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকদেব জানান, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে সদর থানাসহ বিভিন্ন থানায় ৩টি ডাকাতি অস্ত্র, ৭/৮টি মোটর সাইকেল চুরির মামলা রয়েছে। এ অভিযানে ৩ জন পুলিশ সদস্য আহত হয়েছে তাদেরকে হাসপাতালে প্রথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
আটককৃত ডাকাতের পায়ে একটি গুলি লেগেছে। সকাল ১১টার দিকে তার শারিরীক অবস্থার অবনিত হলে ফরিদপুর মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। তার কাছ থেকে একটি বিদেশী পিস্তল ও কয়েক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।
এবিএন/সাব্বির হোসাইন আজিজ/জসিম/এমসি