![অবসরপ্রাপ্ত সার্জেন্ট হত্যা মামলার ২ আসামী আটক](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/12/18/arrest_abnews_115923.jpg)
হবিগঞ্জ, ১৮ ডিসেম্বর, এবিনিউজ : মৌলভীবাজার জেলার শ্রীমংগল থানা এলাকা থেকে চাঞ্চল্যকর সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট হত্যা মামলার আসামী ২আসামিকে আটক করেছে র্যাব-৯।
গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে র্যাব সিপিসি-২ শ্রীমংগল ক্যাম্পের একটি অভিযানিক দল শ্রীমংগল থানাধীন বৌলাসীর বাজার থেকে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট সাজিদুর রহমান ওরফে টেনু মিয়া হত্যা মামলার ২ আসামীকে আটক করে। আটককৃতরা হলো বাহুবল থানার দেবীপুর গ্রামের আব্দুর নুরের ছেলে ফাকু মিয়া (৪৫) ও একই থানার মহিষ দোলন পাঁচচটিলা গ্রামের সুন্দর আলীর ছেলে আইয়ুব আলী (২৭)।
উল্লেখ্য, গত ৫ অক্টোবর ২০১৭ পূর্ব শত্রুতার জের ধরে আসামীরা প্রকাশ্য দিবালোকে টেনু মিয়াকে হত্যা করে। গ্রেফতারকৃতদের হবিগঞ্জ জেলার বাহুবল থানায় হস্তান্তর করা হবে। প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ খবর জানা গেছে।
এবিএন/নুরুজ্জামান ভুঁইয়া/জসিম/এমসি