![লালপুরে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/12/18/accident@abnews_115938.jpg)
লালপুর (নাটোর), ১৮ ডিসেম্বর, এবিনিউজ : নানার বাড়িতে বেড়াতে এসে সড়ক দুর্ঘটনায় আজ সোমবার নাটোরের লালপুর উপজেলার ধুপইলে সিয়াম (৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘাতক গরু বহনকারী গাড়িটি ওয়ালিয়া পুলিশ ফাড়ির হেফাজতে রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার এবি ইউনিয়নের মাঝগ্রাম গ্রামের সাইফুল ইসলামের শিশু পুত্র সিয়াম ওয়ালিয়া ইউনিয়নের ধুপইল খাসপাড়া গ্রামে নানা বাচ্চু প্রামানিকের বাড়িতে বেড়াতে আসে।
আজ সকালে ধুপইল রাস্তা পারাপারের সময় বিপরীত দিক থেকে আসা গরু বহনকারী একটি গাড়ি তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শিশু সিয়ামের মৃত্যু হয়।
এবিএন/মোয়াজ্জেম হোসেন/জসিম/এমসি