![বেনাপোলে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/12/18/marijuana_abnews_115950.jpg)
বেনাপোল, ১৮ ডিসেম্বর, এবিনিউজ : বেনাপোল সীমান্তের রঘুনাথপুর গ্রামে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা। আজ সোমবার ভোরে বেনাপোল রঘুনাথপুর সীমান্তের একটি মাঠের মধ্যে থেকে পরিত্যক্ত অবস্থায় ৭১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
৪৯ বিজিবির রঘুনাথপুর ক্যাম্প কমান্ডার হাবিলদার মামুনার রশিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, মাদক ব্যবসায়ীরা বিপুল পরিমাণ গাঁজার একটি চালান নিয়ে ভারত সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশ সীমান্তের রঘুনাথপুর মাঠের মধ্যে অবস্থান করছে।
এ সময় সেখানে অভিযান চালালে মাদক পাচারকারীরা কয়েকটি বস্তা গাঁজা ফেলে পালিয়ে যায়। পরে বস্তাগুলো ক্যাম্পে এনে তার ভিতর থেকে ৭১ কেজি গাঁজা পাওয়া যায়। উদ্ধারকৃত গাঁজা বেনাপোল পোর্ট থানায় জমা দেওয়া হয়েছে বলেও জানান তিনি ৷
এবিএন/ইয়ানূর রহমান/জসিম/এমসি