![লাঙ্গলবন্দে ৯টি মূর্তি ভাংচুর](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/12/18/bandar_115964.jpg)
বন্দর, ১৮ ডিসেম্বর, এবিনিউজ : নারায়ণগঞ্জ বন্দরের লাঙ্গলবন্দে ৫টি ঘরের ৯টি মূর্তি ভেঙ্গে ফেলেছে দুর্বৃত্তরা। গতকাল রবিবার বিকেলে পূজা করতে গিয়ে মূর্তি ভাঙ্গা দেখতে পায় হিন্দু পূজারিরা। এ ঘটনায় লাঙ্গলবন্দ এলাকায় আতংক বিরাজ করছে।
এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় মহানগর পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক ও লাঙ্গলবন্দ ¯œান উৎসব কমিটির সদস্য শিখন সরকার শিপন বাদী হয়ে গতকাল সন্ধ্যায় অজ্ঞাত আসামী করে একটি মামলা করেন। মামলা নং ৩৭।
বাদী শিখন সরকার শিপন বলেন, গতকাল রবিবার থেকে গতকাল বিকেলে পর্যন্ত যে কোন সময় কে বা কারা ভৈরবী মন্দির, শীতলা মায়ের মন্দির ও জয়কালী শীব পারবর্তী মট মন্দিরে রক্ষিত ব্রম্মপুত্র, কালী দেবী, স্বরসতিসহ বিভিন্ন দেব দেবীর মূর্তি ভেঙ্গে ফেলে।
বিকেলে তুলশি জল দিতে গিয়ে মূর্তি ভাঙ্গা দেখা যায়। সংবাদ পেয়ে দ্রুত বন্দর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেন। ঘটনাস্থলে বন্দর থানা পূজা উদযাপন কমিটির সভাপতি শংকর দাস, রিপন দাসসহ নারায়ণগঞ্জ পূজা কমিটির নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ ব্যপারে নারায়ণগঞ্জ পুলিশ সুপার মঈনুল হক মূর্তি ভাঙ্গার কথা স্বীকার করে বলেন, অজ্ঞাত দুস্কৃতিকারীরা কয়েকটি মূর্তি ভেঙ্গে ফেলেছে। বিষয়টি তদন্ত হচ্ছে। প্রকৃত অপরাধীদের দ্রুত গ্রেফতার করা হবে।
এবিএন/নাসিরউদ্দিন/জসিম/এমসি