খাগড়াছড়ি, ১৯ ডিসেম্বর, এবিনিউজ : খাগড়াছড়ি পার্বত্য জেলায় মাটিরাঙ্গা উপজেলার দুর্ঘম তবলছড়ি ইউনিয়নকে উপজেলায় রুপান্তরিত দ্রুত করা হবে বলে এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা ঘোষনা করেছেন। বাংলাদেশ আওয়ামীলীগ দেশ ও জনগনের উন্নয়নে বিশ্বাসী মন্বব্য করে, নবনিযুক্ত পার্বত্য চট্টগ্রাম শরনার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান ও খাগড়াছড়ির সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা আরো বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, এ ধারা অব্যাহত রেখে ২০১৮খ্রি: সালের মধ্যেই খাগড়াছড়ির তবলছড়ি ইউনিয়নকে উপজেলায় রুপান্তরিত করা হবে। যেটি খাগড়াছড়ির ১০ম উপজেলা হিসেবে পরিচিতি পাবে। মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগ কর্তৃক আয়োজিত এক জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন তিনি।
তবলছড়ি ইউনিয়ন চেয়ারম্যান মো: আবদুর কাদের এর সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা রণ বিক্রম ত্রিপুরা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র মো: শামছুল হক, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো: রইচ উদ্দিন প্রমুখ। এ সময় জেলা ও উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, সুশীল সমাজের নেতৃবৃন্দ ও স্কুল-কলেজের শিক্ষক/শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এবিএন/চাইথোয়াই মারমা/জসিম/নির্ঝর