![খোকসায় প্রতিমা ভাংচুর মামালায় কবিরাজ গ্রেফতার](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/12/19/khoksha-kobiraj-atok_115996.jpg)
খোকসা (কুষ্টিয়া) , ১৯ ডিসেম্বর, এবিনিউজ : প্রতিমা ভাংচুরের দীর্ঘ দুই মাস পরে প্রতিমা ভাংচুরের মামলায় গোলাপ সেখ (৪২) নামে এক কবিরাজকে গ্রেপ্তার করেছে পুলিশ। আসামী কমলাপুর গ্রামের হেলাল সেখের ছেলে গোলাপ সেখ। ওষুধ তৈরির জন্য মূর্তিরে মাথা ভাঙ্গার দাবী করেছে গ্রেপ্তারকৃত কবিরাজ।
খোকসা থানার তদন্তকারী কর্মকর্তা চাকলাদার আসাদুর রহমান জানান, গত অক্টোবর মাসে ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনে কালীপূজা চলাকালে রাতের আঁধারে উপজেলার নারায়নপুর গ্রামের কালী মূতির মাথা ভেঙে দেয় দূবৃত্তরা। ওই দিনই তদন্ত করে থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়। দীর্ঘ তদন্ত শেষে সোর্স মারফতে নিশ্চিত হওয়ায় রবিবার রাতে গোলাপ সেখকে গ্রেপ্তার করা হয়। অধিকতর তদন্তের জন্য ৮ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে আদালতের কাছে।
গ্রেপ্তারকৃত গোলাপ সেখ বলেন, প্রতিমা কালীর কপালের সিঁদুর নাকি সর্বরোগের ঔষধ। কবিরাজি ভাষায় এ বিশ্বাস নিয়েই ভাংচুর করা হয় কালীর প্রতীমা মূর্তির মাথা। কিছুদিন আগে ঘটনাটি সে নিজেই ঘটিয়েছে উপজেলার জানিপুর ইউনিয়নের নারায়নপুর গ্রামে। কবিরাজি কাজ করার জন্য সে নিজেই কালী মূর্তির মাথা ভেঙ্গে নিয়েছে বলে দাবী করেন এই কবিরাজ। এছাড়া অন্য কোন কারণ নেই। এদিকে খোকসা থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. নাজমুল হুদা বলেন, কবিরাজের নামে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানায় ২৯৫/১০৯ ধারা মোতাবেক আসামি গোলাপ সেখকে উক্ত মামলায় গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে।
এবিএন/সুমন কুমার মন্ডল/জসিম/নির্ঝর