শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • চকরিয়ায় যাত্রীবাহি বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ১৫

চকরিয়ায় যাত্রীবাহি বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ১৫

চকরিয়ায় যাত্রীবাহি বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ১৫

চকরিয়া, ১৯ ডিসেম্বর, এবিনিউজ : কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ায় যাত্রীবাহি দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ১৫ যাত্রী আহত হয়েছে। আহতদের উদ্ধার করে উপজেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম জানা যায়নি। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার মালুমঘাটস্থ রিংভং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইসচার্জ এসআই মো.রুহুল আমিন বলেন, মঙ্গলবার ইউনিক পরিবহণের একটি যাত্রীবাহি বাস চকরিয়া থেকে কক্সবাজার যাচ্ছিল। গাড়িটি রিংভং এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা একই পরিবহণের যাত্রীবাহি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় গাড়ির অন্তত ১৫ জন যাত্রী কমবেশি আহত হয়।

তিনি আরও বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের সহায়তায় আহতদের দ্রুত উদ্ধার করে মালুমঘাট মেমোরিয়াল খৃীষ্ট্রান হাসপাতাল ও চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এবিএন/মুকুল কান্তি দাশ/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত