![চকরিয়ায় বসতভিটার জেরে নারীসহ ৫ জনকে কুপিয়ে জখম](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/12/19/injured_abnews_116054.jpg)
চকরিয়া, ১৯ ডিসেম্বর, এবিনিউজ : কক্সবাজারের চকরিয়া বসতভিটার বিরোধের জের ধরে নারীসহ ৫জনকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। আজ মঙ্গলবার ভোর চারটার দিকে উপজেলার বরইতলী ইউনিয়নের পহরচাঁদা এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- উপজেলার বরইতলী ইউনিয়নের পহরচাঁদা এলাকার আফজাল আহমদের ছেলে মোক্তার আহমদ (৫০) তার স্ত্রী বুলবুল আক্তার (৪০), মো. বাহাদুর (৬০), তার স্ত্রী জোলেখা বেগম (৫০) ও আক্তার আহমদের মেয়ে ইরান (৩০)। আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহতদের মধ্যে গুরুতর তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
স্থানীয় লোকজন জানায়, কিছুদিন ধরে বসতভিটা নিয়ে স্থানীয় মোক্তার আহমদ ও এনামুল হকের ছেলে শরীফ ও মামুনের সাথে বিরোধ চলে আসছে। এর জের ধরে আজ মঙ্গলবার ভোর চারটার দিকে ধারালো অস্ত্র নিয়ে মোক্তার আহমদের বসতভিটা দখলে নিতে পরিবারের লোকজনের উপর হামলা চালায়। এসময় শরীফ ও মামুনের লোকজন ধারালো অস্ত্র দিয়ে কোপালে নারীসহ ৫ জন গুরুতর জখম হয়।
হারবাং পুলিশ ফাঁড়ির আইসি পুলিশ পরিদর্শক (তদন্ত) মো.আবুল কালাম আজাদ জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ব্যাপারে অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এবিএন/মুকুল কান্তি দাশ/জসিম/এমসি