শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

গঙ্গাচড়ায় অজ্ঞাত লাশ উদ্ধার

গঙ্গাচড়ায় অজ্ঞাত লাশ উদ্ধার

গঙ্গাচড়া (রংপুর), ১৯ ডিসেম্বর, এবিনিউজ : রংপুরের গঙ্গাচড়ার উপর দিয়ে প্রবাহিত তিস্তা নদীতে থেকে উদ্ধারকৃত অজ্ঞাত লাশের ময়না তদন্তের রিপোর্ট লাশ উদ্ধারের সাড়ে ৪ মাস পর থানায় এসেছে। রিপোর্টে উদ্ধারকৃত পরিচয়হীন ওই ব্যক্তিকে হত্যা করা হয়েছে বলে উল্লেখ রয়েছে। এ ব্যাপারে থানায় একটি হত্যা মামলা হয়েছে।

জানা যায়, উপজেলার ধামুর মাঝাপাড়া তিস্তার চর থেকে এ বছরের গত ২৯ জুলাই বিকেলে পরিচয়হীন ১টি গলিত লাশ উদ্ধার করে পুলিশ। পুলিশ ইউডি মামলা করে লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। সাড়ে ৪ মাস পর ময়না তদন্তে অজ্ঞাত ওই ব্যক্তিকে হত্যা করা হয়েছে মর্মে ডাক্তারী রিপোর্ট থানায় এলে পুলিশ বাদী হয়ে গত ১৩ ডিসেম্বর একটি হত্যা মামলা দায়ের করে।

গঙ্গাচড়া মডেল থানার উপ-পুলিশ পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা সাইদুর রহমান প্রামানিক জানান, তিস্তা থেকে উদ্ধারকৃত পরিচয়হীন লাশের ময়না তদন্তের রিপোর্ট পাওয়া গেছে। তাকে হত্যা করা হয়েছে বলে রিপোর্টে উল্লেখ রয়েছে। পরিচয়ের জন্য দেশের সকল থানায় বার্তা দেওয়া হয়েছে।

এবিএন/স্বপন/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত