শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • অভয়নগরে সারের সুষম ব্যবহার র্শীষক রিটেইলার মতবিনিময় সভা

অভয়নগরে সারের সুষম ব্যবহার র্শীষক রিটেইলার মতবিনিময় সভা

অভয়নগরে সারের সুষম ব্যবহার র্শীষক রিটেইলার মতবিনিময় সভা

অভয়নগর (যশোর), ১৯ ডিসেম্বর, এবিনিউজ : অভয়নগরে আজ মঙ্গলবার বেলা ১১টায় বাঘুটিয়া ইউনিয়ন পরিষদ মিলায়তনে ফসল উৎপাদনে আধুনিক প্রযুক্তির বিস্তারন, জৈবসার ও রাসায়নিক সারের সুষম ব্যবহার র্শীষক রিটেইলার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানটি আয়োজন করে সোনালী বাংলা ফার্টিলাইজার।আলোচনা সভায় ৬ নং বাঘুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা গোলাম সামদামী।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সোনালী বাংলা ফার্টিলাইজারের বিভাগীয় সেলস ম্যানেজার আব্দুর রহিম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সোনালী বাংলা ফার্টিলাইজারের অভয়নগর পরিবেশক এম আই কর্পোরেশনের স্বতাধীকারী গোলাম মোস্তফা, সোনালী বাংলা ফার্টিলাইজারের এক্্িরকিউটিভ সেলস এন্ড মার্কেটিং অফিসার তৌহিদুল ইসলাম, কৃষি উপসহকারী অফিসার হাফিজা খানম, অর্পব মন্ডল, প্রসেন মন্ডল, বিজন কুমার প্রমূখ।

অনুষ্ঠান পরিচালনা করেন সোনালী বাংলা ফার্টিলাইজার মার্কেটিং অফিসার মো: বায়জীদ।

এবিএন/সেলিম হোসেন/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত