শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

বন্দরে ইয়াবা ব্যবসায়ীসহ গ্রেপ্তার ৩

বন্দরে ইয়াবা ব্যবসায়ীসহ গ্রেপ্তার ৩

বন্দর, ১৯ ডিসেম্বর, এবিনিউজ : বন্দর থানা পুলিশ ইয়াবাসহ ইমরান (২৪) নামে এক মাদক ব্যবসায়ীসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে। গতকাল সোমবার রাত সাড়ে ১২টায় বন্দর থানার মাহমুদ নগর বড় মসজিদের সামনে থেকে ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ ওই সময় মাদক ব্যবসায়ীর দেহ তল্লাশী চালিয়ে ১০ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

এ ব্যাপারে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে পুলিশ। যার মামলা নং- ৩৮(১২)১৭। ধৃত ইমরান একই এলাকার নাজিম উদ্দিন মিয়ার ভাড়াটিয়া ও উক্ত এলাকার জাকির হোসেন মিয়াার ছেলে।

এছাড়াও পুলিশ ওই রাতে বন্দর থানার ফরাজিকান্দা এলাকার মৃত ছামছুল হক মিয়ার ছেলে বন্দর থানার ২০(৫)১৪নং মাদক মামলার ওয়ারেন্টভূক্ত আসামী বেনী আমিন (৪৫) ও সোনাকান্দা এলাকার আইয়ুব মিয়ার ছেলে ৩৩(৬)১৭ নং মামলার ওয়ারেন্টভূক্ত আসামী হৃদয় (২৫)কে গ্রেপ্তার করে।

ধৃত ৩ জনের মধ্যে ইমরানকে মাদক মামলায় ও অপরধৃতদের পৃথক ওয়ারেন্টে মঙ্গলবার দুপুরে আদদালতে প্রেরণ করেছে পুলিশ।

এবিএন/নাসিরউদ্দিন/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত