![শার্শায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিকের স্ত্রী নিহত](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/12/19/lash_abnews_116105.jpg)
যশোর, ১৯ ডিসেম্বর, এবিনিউজ : যশোরের শার্শা বাজারে আজ মঙ্গলবার সন্ধ্যায় শার্শা দাখিল মাদ্রাসার সুপার ও সাংবাদিক আনোয়ারুল কবিরের স্ত্রী এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, নিজ গ্রামের বাড়ি মনিরামপুর থেকে বেনাপোল বাড়ি ফেরার পথে যশোর বেনাপোল সড়কের শার্শা বাজারে যশোর থেকে বেনাপোল গামী একটি কাভার্ড ভ্যান পিছন থেকে ধাক্কা দেয়। পরে মটোর সাইকেলের পিছনে বসে থাকা তার স্ত্রী সেলিনা আক্তার (৪৫) পড়ে যায় এ সময় মাথার উপর উক্ত কাভার্ড ভ্যানের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয়।
সাংবাদিক আনোয়ারুল কবির গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে শার্শা থানা পুলিশ।
এবিএন/ইয়ানূর রহমান/জসিম/এমসি