![জয়পুরহাটে বাংলাদেশ যুব গেমস এর উদ্বোধন](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/12/20/joypurhat@abnews_116147.jpg)
জয়পুরহাট, ২০ ডিসেম্বর, এবিনিউজ : দেশব্যাপী উদীয়মান তরুন ও যুব খেলোয়ার তৈরীর লক্ষ্যে জয়পুরহাটে বাংলাদেশ যুব গেমস এর জেলা পর্যায়ের প্রতিযোগীতা শুরু হয়েছে।
বুধবার সকালে জেলা স্টেডিয়ামে বাংলাদেশ অলিম্পিক এসাসিয়েশনের সহযোগীতায় ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এ খেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোকাম্মেল হক। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন- পুলিশ সুপার রশীদুল হাসান, অলিম্পিক এসোসিয়েশনের প্রতিনিধি মাসুদুর রহমান মল্লিক, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মাহবুব মোরশেদুল আলম লেবু, নির্বাহী সদস্য খ ম অব্দুর রহমান রনি প্রমুখ।
সপ্তাহ ব্যাপী এ প্রতিযোগীতায় হ্যান্ডবল, আর্চারী, এ্যাথলেটিক্স, ব্যাটমিন্টন, কারাতে, হকি ও ভলিবল এই ৭টি ইভেন্টে খেলা অনুষ্ঠিত হবে।
এবিএন/এরশাদুল বারী তুষার/জসিম/নির্ঝর