![আড়াইহাজারে পুলিশ কনস্টেবলের ওপর হামলা: আটক ১](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/12/20/narangonj@abnews_116163.jpg)
আড়াইহাজার, ২০ ডিসেম্বর, এবিনিউজ : নারায়ণগঞ্জের আড়াইহাজারে বুধবার সুমন নামে এক পুলিশ কনস্টেবলের ওপর হামলার ঘটনা ঘটেছে। তার বেজ নং- ২১০৯। এ ঘটনায় পুলিশের ওই সদস্য বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। ইউছূফ নামে এক অটো চালককে গ্রেফতার করা হয়েছে। সে স্থানীয় নোয়াপাড়া এলাকার মতিনের ছেলে।
আড়াইহাজার থানার ওসি এম এ হক জানান, বুধবার আড়াইহাজার কৃঞ্চপুরা চৌরাস্তা হয়ে পুলিশের কিছু সদস্য নারায়ণগঞ্জে রেশনের জন্য যাচ্ছিলেন। এসময় গাড়ীতে উঠামানা নিয়ে স্থানীয় অটো চালক ইউছূফ পুলিশ কনস্টেবল সুমনের ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।
ওসি এমএ হক আরও জানান, এ ঘটনায় একটি মামলা হয়েছে এবং হামলাকারীকে গ্রেফতার করা হয়েছে।
এবিএন/ এম এ হাকিম ভূঁইয়া/জসিম/নির্ঝর