![সাংবাদিক উৎপল দাসের ঘরে ফেরা: টাকার জন্যই অপহরণ](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/12/20/utpol-dash_116165.jpg)
নরসিংদী, ২০ ডিসেম্বর, এবিনিউজ : অপহরনের দীর্ঘ ২ মাস ১০ দিন পর বাড়ি ফিরেছেন সাংবাদিক উৎপল দাস। বুধবার ভোর ৫ টায় তিনি নরসিংদীর রায়পুরার থানাহাটি গ্রামে নিজ বাড়িতে পরিবারের লোকজনের সাথে ফিরে এসেছেন। গতকাল রাতে নারায়নগঞ্জের ভূলতা থেকে তার খোঁজ পাওয়া গেলে তার সহকর্মী ও পরিবারের লোকজন তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। সে এখন সুস্থ্য আছেন বলে জানিয়েছে। তবে কি কারণে তাকে অপহরণ করা হয়েছে এব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি। উৎপলের দাবী টাকার জন্যই তাকে অপহরণ করা হয়েছে।
পুলিশ ও পরিবারসূত্র জানাযায়, গত ১০ অক্টোবর ধানমন্ডীর স্টার কাবাবের সামনে থেকে একদল দুর্বৃত্ত পেছন থেকে ঝাপটে ধরে চোখ বেঁেধ অপহরণ করে নিয়ে যায় পূর্ব-পশ্চিম বিডি ডট নিউজ এর সিনিয়র স্টাফ রিপোর্টার উৎপল দাসকে। সেই থেকে নিখোঁজ ছিলেন এই তরুণ সাংবাদিক। এর পর থেকেই বিভিন্ন জায়গায় খুজাখুজি ও আন্দোলন করেও মেলেনি তার সন্ধান। অবশেষে নানা শঙ্কার পর গতকাল রাতে সে নারায়নগঞ্জের ভূলতায় শাহজালাল সিএনজি ফিলিং স্টেশনের সামনে দাড়িয়ে আছে এই বলে তার মাকে ও সহকর্মীদের ফোন দেয়। ফোন পেয়ে তার সহকর্মীরা তাকে ভূলতা ফাঁড়িতে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়। পরে তার পরিবারের লোকজন গিয়ে পুলিশের সহযোগিতায় আজ ভোরে তাকে নিজ বাড়ি রায়পুরাতে নিয়ে আসেন।
আজ সকালে তার সাথে এই অপহরণের কথা জানতে চাইলে পূর্ব-পশ্চিম বিডি ডট নিউজ এর সিনিয়র রিপোর্টার উৎপল দাস বলেন, অক্টোবর ১০ তারিখে দুপুরে ধানমন্ডীর স্টার কাবাবের সামনে গেলে আমার কাছে একটা ফোন আসে। আমার ব্যাক্তিগত কাজের জন্য মোবাইল ফোনে টাকা পয়সার কথা চলছিল এমন সময় পেছন থেকে একদল দুর্বৃত্ত আমাকে ঝাপটে ধরে চোখ বেঁেধ অপহরণ করে নিয়ে যায়। তারপর জঙ্গলের ভিতরে একটি ভয়ংকর স্থানে টিনের ঘরে আটকে রাখে। সেখানে রাতে শিয়াল ডাকাডাকি করত। ওরা মাঝে মাঝে বলত তর কাছে অনেক টাকা, টাকা দে। তারা টাকার জন্য আমাকে অপহরণ করেছে। তবে কে বা কারা করেছে এব্যাপারে আমি জানি না।
উৎপলের বাবা চিত্তরঞ্জন দাস বলেন, এখন আমরা চাই আমার ছেলে সুস্থ্য ভাবে ফিরে আসছে সুস্থ্য থাকুক ভাল থাকুক। এই ধরণের সন্তান অপহরণের ঘটনা যেন আর কোন বাবা-মার জীবনে না ঘটে সেই ব্যাপারে সজাগ থাকার জন্য সরকারের প্রতি আমার আহবান।
উৎপলের মা বিমলা দাস বলেন, আমি আমার ছেলেকে পেয়ে অনেক স্বস্তিতে আছি। দেশে কোন মায়ের বুকে যেন এমন আঘাত পরেনা। আমি যে কষ্ট পেয়েছি আর যেন কোন মা এমন কষ্ট না পায়। আমরা কোন বিচার চাইনা, আমার ছেলেকে পেয়েছি এতেই আমি খুশি।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), মো: দেলোয়ার হোসেন বলেন, উৎপল দাসকে কে বা কারা, কেন ধরে নিয়ে গেছে তা আমরা খতিয়ে দেখব। এই ঘটনায় তাদের পরিবারের পক্ষ থেকে কোন আইনী পদক্ষেপ নিতে চাইলে সর্বাত্মক সহযোগিতা করা হবে।
এবিএন/সুমন রায়/জসিম/নির্ঝর