রবিবার, ০৩ আগস্ট ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩১
logo
‘এ’ প্ল্যাস ক্যাম্পেইন উপলক্ষে

বান্দরবানে সাংবাদিকদের ওরিয়েন্টশন কর্মশালা

বান্দরবানে সাংবাদিকদের ওরিয়েন্টশন কর্মশালা

বান্দরবান, ২০ ডিসেম্বর, এবিনিউজ : আগামী ২৩ ডিসেম্বর শনিবার বান্দরবানেও শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এই বিষয়ে সকলকে সচেতন করার লক্ষ্যে বান্দরবানে সাংবাদিকদের নিয়ে এক ওরিয়েন্টশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে । আজ বুধবার সকালে বান্দরবান সিভিল সার্জন কার্যালয়ের হল রুমে জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে ডা: অং সুই প্রুর সভাপতিত্বে এ ওরিয়েন্টশন কর্মশালা অনুষ্ঠিত হয়।

এসময় বান্দরবান পরিবার পরিকল্পনা বিভাগের সহকারি পরিচালক মোঃ এমরান হোসেন, সিভিল সার্র্জন কার্যালয়ের স্বাস্থ্য ও শিক্ষা কর্মকর্তা সা সুই চিং মার্মা, জেলা পুষ্টি কর্মকর্তা ডা: অং চিং থোয়াাইসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

এসময় সভায় জানানো হয়, আগামী ২৩ ডিসেম্বর সারাদেশের মত বান্দরবানের ৭ টি উপজেলায় ২য় রাউন্ডে ৬-১১ বছর বয়সী ৮ হাজার ৫শত ১১ জন শিশুকে নীল রংয়ের ভিটামিন এ ক্যাপসুল ও ১২-৫৯ বয়সী ৬২ হাজার ৫ শত ৫১ জন শিশুকে লাল রংয়ের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর টার্গেট নেয়া হয়েছে ।সভায় বক্তারা আরো বলেন , ভিটামিন এ ক্যাপসুল শিশুদের জন্য উপকারি একটি ক্যাপসুল । এটি শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, ডায়রিয়ার ব্যাপ্তিকাল কমায় ও শিশু মৃত্যুর ঝুঁকি কমায় ।

এবিএন/মোহাম্মদ আব্দুর রহিম/জসিম/রাজ্জাক

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত