![রসিক নির্বাচন: কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/12/20/rangpur-election_116191.jpg)
ঢাকা, ২০ ডিসেম্বর, এবিনিউজ : রংপুর সিটি করপোরেশন নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং সবার কাছে গ্রহণযোগ্য করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। নির্বাচনে কাউকে প্রভাব বিস্তার ও কেন্দ্র দখলসহ কোনও ধরনের অরাজকতা করতে দেওয়া হবে না জানিয়ে কঠোর হুঁশিয়ারি জারি করেছে আইন-শৃঙ্খলা বাহিনী। আর যে কোনও পরিস্থিতি মোকাবিলায় বোম্ব ডিসপোজাল ইউনিট, ডগ স্কোয়াডসহ সব ধরনের প্রস্তুতি নিয়েছে র্যাব। ভোটকেন্দ্রগুলোর পরিস্থিতি পর্যবেক্ষণে সিটি করপোরেশন এলাকায় হেলিকপ্টার টহলও দেবে সংস্থাটি।
আজ বুধবার দুপুরে সিটি নির্বাচন উপলক্ষে নেওয়া নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে আইন-শৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি এবং র্যাবের প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানা গেছে।
বুধবার দুপুর থেকে স্ব স্ব কেন্দ্রে ব্যালট বক্স, ব্যালট পেপারসহ অন্য সরঞ্জামাদি পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের কমিউনিটি সেন্টার থেকে বিতরণ করা হয়েছে। রংপুর সিটি কর্পোরেশনের রিটার্নিং কর্মকর্তা সুভাষ চন্দ্র সরকারের উপস্থিতিতে এসব সরঞ্জাম বিতরণ করা হয়।
বুধবার সকালে রংপুর পুলিশ লাইন মাঠে নির্বাচনি সরঞ্জাম গ্রহণ এবং ভোটকেন্দ্রে সার্বিক নিরাপত্তা দেওয়ার বিষয়ে পুলিশ ও আনসার সদস্যদের উদ্দেশে বক্তব্য রাখেন রংপুর রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুখ, রিটার্নিং অফিসার সুভাষ চন্দ্র সরকার, রংপুরের জেলা প্রশাসক ওয়াহিদুজ্জামান ও পুলিশ সুপার মিজানুর রহমান।
রিটার্নিং কর্মকর্তা সুভাষ চন্দ্র সরকার জানান, ১৯৩টি কেন্দ্রেই ভোটের সকল সরঞ্জাম দায়িত্বরত সকল কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে। সবাই স্ব স্ব কেন্দ্রে পৌঁছে যাচ্ছেন রসিকের ভোটের সকল প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে। সাথে রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
ডিআইজি বলেন, প্রতিটি ভোটকেন্দ্রের নিরাপত্তায় ২৪ জন পুলিশ ও আনসার ভিডিপি সদস্য থাকবেন। এর মধ্যে ১৪ জন সশস্ত্র অবস্থায় থাকবেন। এছাড়াও পাশাপাশি দুটি কেন্দ্রের জন্য থাকবে পুলিশ, বিজিবি র্যাবের সমন্বয়ে ভ্রামমাণ ইউনিট। এ ছাড়াও প্রতিটি ওয়ার্ডে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেটও থাকবেন। তিনি জানান, জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক, বিচারিক ম্যাজিস্ট্রেটসহ সব স্তরের কর্মকর্তা সার্বক্ষণিক মাঠে থাকবেন। কোনও কেন্দ্রে কোনও ধরনের গোলযোগ হলে যাতে দুই মিনিটের মধ্যে ঘটনাস্থলে যাওয়া সম্ভব হয় সে জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
তিনি বলেন, কোনও বিশৃঙ্খলা সহ্য করা হবে না। ভোটাররা যাতে ভোটকেন্দ্রে নিরাপদে যেতে পারেন আবার ভোট দিয়ে নিরাপদে ফিরে আসতে পারেন তার জন্য সব ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, আগামীকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪ পর্যন্ত চলবে রসিকের নির্বাচন। আর এই নির্বাচনে বেছে নেবে ভোটাররা তাদের নগর পিতা ও কাউন্সিলরদের। সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সকল প্রস্তুতিই সম্পন্ন করেছে নির্বাচন কমিশন।
রংপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে ৭ জন, ১১টি সংরক্ষিত কাউন্সিলর পদের জন্য ৬৫ জন এবং ৩৩টি সাধারণ কাউন্সিলর পদে ২১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বহুল প্রত্যাশিত এই নির্বাচনে নগরীর ৩৩টি ওয়ার্ডের মোট ১৯৩টি ভোট কেন্দ্রের ১ হাজার ১৭৭টি গোপন কক্ষে ভোট প্রদান করবেন ভোটাররা।
এবিএন/জনি/জসিম/জেডি