![কিশোরগঞ্জে সিটিজেনস চার্টার সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/12/20/20171220_115242_116233.jpg)
কিশোরগঞ্জ, ২০ ডিসেম্বর, এবিনিউজ : কিশোরগঞ্জে আজ বুধবার দিনব্যাপী সিটিজেন চার্টার সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্নেস ইনোভেশন ইউনিট এর সহযোগিতায় জেলা প্রশাসন, কিশোরগঞ্জ এই প্রোগ্রাম এর আয়োজন করে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আলমগীর হুসাইন এর সভাপতিত্বে উক্ত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও উপসচিব তরফদার মোঃ আক্তার জামীল।
প্রশিক্ষণ কর্মশালায় জেলার ১৩ টি উপজেলার উপজেলা নির্বাহী অফিসার এবং প্রতিটি উপজেলার সংশ্লিষ্ট ১ জন করে কর্মচারি অংশগ্রহণ করেন। জনগণের অংশগ্রহনের মাধ্যমে তাদের প্রত্যাশার সাথে সংগতি রেখে প্রতিটি সরকারি দপ্তরে যুগোপযোগী নাগরিক সনদ প্রণয়ন এবং তদানুযায়ী সেবা প্রদান নিশ্চিত করা এই প্রশিক্ষনণর মূখ্য উদ্দেশ্য।
এবিএন/নাজমুল/জসিম/রাজ্জাক