বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

বাগমারায় দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ

বাগমারায় দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ

বাগমারা, ২০ ডিসেম্বর, এবিনিউজ : রাজশাহীর বাগমারার ঝিকড়া, শ্রীপুর ও গণিপুর ইউনিয়নের শতাধিক দুঃস্থ ও আদিবাসী মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রানের শীতবস্ত্র বুধবার রাতে বিতরণ করা হয়েছে। বাগমারা উপজেলা প্রশাসনের উদ্যোগে সন্ধ্যা থেকে শুরু করে রাত পর্যন্ত এ শীতবস্ত্র বিতরণ করা হয় । রাতে উপজেলার ঝিকড়া, শ্রীপুর ও গনিপুর ইউনিয়নের শতাধিক দুঃস্থ ও আদিবাসী শীতার্তদের মাঝে প্রশাসনের কর্মর্কতারা উপস্থিত হয়ে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন।

বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিউল ইসলাম উপস্থিত থেকে এসব এলাকায় শীতবস্ত্র বিতরণ করেন । এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) আব্দুল্লাহ আল মামুন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাসুদুর রহমান, এনা গ্রুপের গণসংযোগ কর্মকর্তা জিল্লুর রহমান, আওয়ামী লীগ নেতা মোজাম্মেল হক , এনামুল হক দুলালা প্রমুখ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন ।

এবিএন/জিল্লুর রহমান/জসিম/রাজ্জাক

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত