বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • খোকসায় সাফিন হত্যার বিচার দাবিতে এলাকাবাসীর মানবন্ধন

খোকসায় সাফিন হত্যার বিচার দাবিতে এলাকাবাসীর মানবন্ধন

খোকসায় সাফিন হত্যার বিচার দাবিতে এলাকাবাসীর মানবন্ধন

খোকসা (কুষ্টিয়া) , ২১ ডিসেম্বর, এবিনিউজ : কুষ্টিয়ার খোকসার বালু ব্যবসায়ী সাফিন (৪০) হত্যাকান্ডের প্রতিবাদ ও হত্যাকারীদের বিচার দাবিতে উত্তাল গ্রামবাসী আমবাড়িয়া বাজারে মানবন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে।

গত বুধবার বিকালে অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত ছিলেন আমবাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমিনুর বিশ্বাস বিষু, আমবাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নূরুল ইসলামের পত্নী নূরজাহান বেগম, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আব্দুল মান্নান বিশ্বাসসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।বিক্ষোভ সমাবেশে বক্তারা দোষীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। উল্লেখ্য গত রবিবার রাজবাড়ী জেলার হাবাসপুর ইউনিয়নের চরপাড়া গ্রামের আখের মাঠ থেকে বালু ব্যবসায়ী সাফিনের লাশ উদ্ধার করা হয়।

সাফিন খোকসা উপজেলার আমবাড়ীয়া ইউনিয়নের আমবাড়ীয়া গ্রামের আবু বক্কর খাঁর ছেলে । সাফিন এর আগে ১৭ বছর বিদেশে জীবিকার উদ্দেশ্য ছিল। পরবর্তীতে এদেশে এসে বালির ব্যবসা করত।

এবিএন/সুমন কুমার মন্ডল/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত