
বান্দরবান, ২১ ডিসেম্বর, এবিনিউজ : বান্দরবান জেলার রুমা সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে সুবর্ণ জয়ন্তী ও পূণর্মিলনী অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য এবং বর্ণীল আয়োজনের মধ্যদিয়ে। ১৯৬৭ সালে রুমা পাইলট হাইস্কুল নামে নিম্ন মাধ্যমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেছিলেন রুমা উপজেলার কৃতি সন্তান প্রয়াত মিস্টার লালনাগ বম, পরর্তীতে সরকারী করন করা হলে বিদ্যালয়ের নাম হয় রুমা সরকারী উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠাতা লালনাগ বম স্কুলটি প্রতিষ্ঠা করে নিজেই প্রধান শিক্ষক হিসেবে শিক্ষকতা করেছিলেন।
২০ডিসেম্বর বিদ্যালয়টির প্রতিষ্ঠার ৫০ বছর পূর্ণ হয়েছে। দূর্গম পাহড়ি অঞ্চলের অনগ্রসর পাহাড়ি জনগোষ্ঠীর মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতে অগ্রণী ভূমিকা পালন করে এসেছে বিদ্যালয়টি। বিগত ৫০ বছরে বিদ্যালয়টি থেকে ১ হাজার ২০ জন শিক্ষার্থী এসএসসি পাস করেছে।
বুধবার সকালে রুমা সদরে এক বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে প্রতিষ্ঠাতা লালনাগ বম এর স্মরণে পুষ্পমাল্য অর্পণ করে অনুষ্ঠানের কর্মসূচী শুরু হয়। রুমা উপজেলা চেয়ারম্যান বাবু অংথোয়াইচিং মারমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
অনুষ্টানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যোগ দিতে আসেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক এবং শিক্ষার্থীরা। অনুষ্টানে আরো উপস্থিত ছিলেন সাবেক শিক্ষার্থী এবং বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য ক্যসাপ্রু মারমা, লক্ষিপদ দাস, উপজেলা নির্বহিী কর্মকর্তা জনাব শামসুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক শফিউল আলম, অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ আলী হোসেন, রুমা জোনের কমান্ডার লে. কর্ণেল সালাউদ্দিন পিএসসি, বান্দরবান প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, এবং জনপ্রতিনিধি বৃন্দ।
এই অনুষ্টানের আগে প্রতিমন্ত্রী রুমা উপজেলার বিভিন্ন এলাকায় প্রাই আড়াই হাজার কোটি টাকার ৭টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন। প্রকল্পগুলোর মধ্যে রয়েছে বিদ্যালয়ের শ্রেণীকক্ষ ও ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণ এবং উপজেলার একাধিক গুরুত্বপূর্ণ সড়ক নির্মাণ।
এবিএন/মোহাম্মদ আব্দুর রহিম/জসিম/নির্ঝর