শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • সোনাগাজীতে ৩ টি স্কুল কাম সাইক্লোন সেল্টার হস্তান্তর

সোনাগাজীতে ৩ টি স্কুল কাম সাইক্লোন সেল্টার হস্তান্তর

সোনাগাজীতে ৩ টি স্কুল কাম সাইক্লোন সেল্টার হস্তান্তর

সোনাগাজী, ২১ ডিসেম্বর, এবিনিউজ : ফায়েল খায়ের প্রোগ্রামের আওতায় সোনাগাজী উপজেলায় তিনটি আধুনিক স্কুল-কাম- সাইক্লোন সেল্টার হস্তান্তর করা হয়েছে। বুধবার বিকালে ইসলামি উন্নয়ন ব্যাংক এক অনাডম্বর অনুষ্ঠানের মাধ্যমে এ সাইক্লোন সেল্টার হস্তান্তর করেন।

সোনাগাজী উপজেলা নির্বাহি কর্মকর্তা মিনহাজুর রহমানের সভাপতিত্বে উপজেলা মিলানায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইডিবির ফায়েল খায়ের প্রোগ্রামের পরিচালক ড. নিজাদ সুবেই।বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান জেডএম কামরুল আনাম।উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আল মমিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন ফায়েল খায়ের প্রোগ্রামের কার্যক্রম পরিচালক সুফী মুস্তাক আহমেদ, স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের প্রকল্প পরিচালক ও সমন্বয়ক মোহাম্মদ রেজাউল করিম,ফায়েল খায়ের প্রোগ্রামের প্রকল্প পরিচালক(এই এম সি) রিচার্ড ডে। পরে সোনাগাজী উপজেলায় স্থাপিত ৩টি স্কুল কাম সাইক্লোন সেল্টারের উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুল ইসলামের হাতে হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে স্থানীয় উচ্চ পদস্ত কর্মকর্তা, মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর, স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরেরর নির্বাহী প্রকৌশলি মোস্তফা মিনহাজ,চরছান্দিয়া ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন মিলন,চরদরবেশ ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম ভুট্টু, স্থানীয় সাংবাদিক বৃন্দ ও স্কুল পরিচালনা কমিটির সদস্যসহ স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, এ সেল্টারগুলো হস্তান্তরে মাধ্যমে উপকুলীয় এলাকার মানুষের দীর্ঘ দিনের স্বপ্ন পূরন হলো। এই প্রোগ্রামের প্রতিটি আধুনিক সাইক্লোন সেল্টারে ২৪০ জন শিক্ষার্থীকে শিক্ষা প্রদানে সহায়ক হবে।প্রাকৃতিক দুর্যোগের সময় ২ হাজার মানুষ ও ৫ শত গবাদী পশু একেকটি ভবনে আশ্রয় নিতে পারবে। যা বাংলাদেশের উপকুলীয় অঞ্চলে প্রায়শই প্রয়োজন হয়ে পরে।

উল্লেখ্য : ২০০৭ সালে বাংলাদেশের উপকুলীয় অঞ্চলের উপর দিয়ে বয়ে যাওয়া ঘূর্ণিঝড় সিডরে ক্ষতিগ্রস্থ লোকদের দুঃখ-দুর্দশা দেখে সৌদি আরবের প্রয়াত বাদশাহ আবদুল্লাহ বিন আব্দুল আজিজ নাম গোপন রেখে উপকুলীয় অঞ্চলের মানুষের জন্য ১৩০ মিলিয়ন মার্কিন ডলার দান করেন। সেই অর্থ দিয়ে ফায়েল খায়ের প্রোগ্রামের মাধ্যমে স্কুল-কাম-সাইক্লোন সেল্টার গুলো নির্মান করা হচ্ছে।

এবিএন/আবুল হোসেন রিপন/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত