চকরিয়া, ২১ ডিসেম্বর, এবিনিউজ : বাংলাদেশ যুব গেমস ফুটবলে জেলা চ্যাম্পিয়ন হয়েছে কক্সবাজারের চকরিয়া উপজেলা অনুর্ধ্ব-১৭ ফুটবল দল। গতকাল বুধবার বিকালে কক্সবাজার বীরশ্রেষ্ট রহুল আমিন স্টেডিয়ামে অনুষ্টিত ফাইনাল খেলায় মহেশখালী উপজেলা অনুর্ধ্ব-১৭ ফুটবল দলকে টাইব্রেকারে ৩-০ গোলের ব্যবধানে হারিয়ে চকরিয়া উপজেলা অনুর্ধ্ব-১৭ ফুটবল দল শিরোপা অর্জন করেন।
দু’দলের তীব্র প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ ম্যাচে প্রথমার্ধের খেলায় মহেশখালী উপজেলা ফুটবল দল এগিয়ে গেলেও দ্বিতীয়ার্ধের আট মিনিটের মাথায় চকরিয়া উপজেলা ফুটবল দলের মিডফিল্ডার ফয়সালের একটি শট গোলমুখে ডুকার সময় মহেশখালী উপজেলা ফুটবল দলের ডিফেন্ডার হাত দিয়ে বল ঠেকিয়ে দিলে রেফারি পেলান্টির বাঁশি বাজান। পেলান্টিতে গোল পেয়ে চকরিয়া উপজেলা ফুটবল দল খেলায় সমতা ফেরায়। ৯০ মিনিটের খেলায় ১-১ গোলে ড্র হওয়ায় ট্রাইব্রেকারের ঘোষনা দেয় রেফারি।
পরে ট্রাইব্রেকারে চকরিয়া উপজেলা অুনর্ধ্ব-১৭ ফুটবল দল ৩ -০ গোলের ব্যবধানে মহেলখালী উপজেলা অনুর্ধ্ব ফুটবল দলকে হারিয়ে শিরোপা অর্জন করে।
এদিকে, বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের তত্ববধানে এবং জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে যুব গেমসের মর্যাদাপূর্ণ আসরে চকরিয়া উপজেলা অনুর্ধ্ব-১৭ ফুটবল দল শিরোপা অর্জন করে জেলার সেরা হওয়ায় অভিনন্দন জানিয়েছেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জাফর আলম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরুদ্দীর মুহাম্মদ শিবলী নোমান, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফজলুল করিম সাঈদী এবং অর্থ-সম্পাদক এসএম আলমগীর হোসাইনসহ সংশ্লিস্ট কর্মকর্তারা।
এবিএন/মুকুল কান্তি দাশ/জসিম/নির্ঝর