শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

মেলান্দহে ইটভাটা শ্রমিকের গলাকাটা লাশ উদ্ধার

মেলান্দহে ইটভাটা শ্রমিকের গলাকাটা লাশ উদ্ধার

জামালপুর, ২১ ডিসেম্বর, এবিনিউজ : ২১ ডিসেম্বর সকালে জামালপুরের মেলান্দহের বীরহাতিজা গ্রামের জেকি ইটভাটা শ্রমিকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তির নাম ইমান আলী (১৯)। সে ইসলামপুর দরিয়াবাদ গ্রামের সোনাহারের ছেলে বলে জানাগেছে। এলাকাবাসি ও ইটভাটার শ্রমিকরা জানান-ইমান আলী দিনের বেলায় জয়নাল আবেদিনের জেকি ইটভাটায় কাজ করতো। রাতে পাহারাদার হিসেবে ভাটায় থাকতো। ঘটনার রাতে শ্রমিক রাজু, রুমান, জুয়েলসহ পাহারাদার ঘরে ঘুমিয়ে পড়ে। গভীর রাতে ইমান আলীকে ধারালো ছুরা দিয়ে দুই হাতের কব্জির রগ কর্তনসহ শরীরের বিভিন্ন স্থানে ক্ষত শেষে গলাকেটে হত্যা নিশ্চিত করে। পরদিন সকালে হত্যার বিষয়টি জানাজানি হয়। ঘটনাস্থল মেলান্দহ-ইসলামপুরের সীমান্তবর্তী হওয়ায় ইসলামপুর থানা পুলিশ লাশ উদ্ধার করে। একই সাথে নিহতের প্রতিবেশী সহকর্মী রাজু, জুয়েল, রুমানকে জ্ঞিাজাসাবাদের জন্য আটক শেষে মেলান্দহ থানায় হস্তান্তর করা হয়। স্থানীয় এবং ইটভাটার শ্রমিকদের ধারণা মাদক-জোয়া-নারী সংক্রান্ত বিরোধে হত্যা কান্ড ঘটতে পারে।

অফিসার ইনচার্জ মাজহারুল করিম জানান-ইটভাটার মালিক জয়নাল এবং নিহতের সহকর্মীদের জিজ্ঞাসাবাদ চলছে। লাশ জামালপুর মর্গে প্রেরণ করা হয়েছে। তদন্ত কর্মকর্তা উপপুলিশ পরিদর্শক শাহ সেকান্দর আলী জানান-তদন্তের পর হত্যার কারণ জানাযাবে।

এবিএন/শাহ্ জামাল/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত