![খোকসায় ভাইয়ের হাতে ভাই খুন](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/12/21/untitled-1_116304.jpg)
খোকসা (কুষ্টিয়া), ২১ ডিসেম্বর, এবিনিউজ : জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে কুষ্টিয়ার খোকসার ফুলবাড়ী গ্রামের হাসেন আলী প্রামানিকের পুত্র আব্দুল গফুর (৫৫) তার আপর দুই ভাইয়ের হাতে খুন হয়েছে।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার ফুলবাড়ী গ্রামের হাসেন আলী প্রামানিক তার ২য় পুত্র আব্দুল গফুরকে তার সম্পূর্ণ জমি লিখে দেয়। বিষয়টি হাসেন আলী প্রামানিকের আপর দুই পুত্র জানতে পেরে গফুরের কাছে এর কারন জানতে চায়। বিষয়টি পারিবারিক বিরোধের পর্যায়ে পৌছালে হাসেন আলীর দুই পুত্র আব্দুল গণি এবং আব্দুল কাদের স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাকের কাছে বিষয়টি মিমংশার আবেদন জানান।
গত ২০ ডিসেম্বর দুপুরে হাসেন আলীর বাড়ির আঙ্গীনায় এ বিষয়ে একটি শালীশি বৈঠকের আয়োজন করা হয়। শালীশি বৈঠকের সিদ্ধান্ত সমূহ লিখিত ভাবে করার সিদ্ধান্ত গ্রহন করা হলে আব্দুল গফুর তা মানতে আস্বীকৃতি জানায়। ইউপি চেয়ারম্যান বিষয়টি আমিমাংশিত রেখে শালীশি বৈঠক স্থগিত করেন।
পরবর্তীতে আব্দুল গফুরের সাথে তার সহোদর সাবেক ইউপি সদস্য আব্দুল গণি ও আব্দুল কাদেরের সাথে এ বিষয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে আব্দুল গণি ও আব্দুল কাদের ইট দিয়ে গফুরের মাথায় আঘাত করলে সে গুরুতর আহত হয়। আহত গফুরকে তার পরিবারের সদস্যরা উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। গফুরের আবস্থার আবনতি হওয়ায় তাকে রাতে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসার এক পর্যায়ে সেখানে ভোর রাতে তার মৃত্যু হয়। এ ব্যপারে আব্দুল গফুরের পুত্র মামুন প্রামানিক বাদী হয়ে খোকসা থানায় একটি হত্যা মামলা দায়ের করে।
এ ব্যপারে জয়ন্তীহাজরা ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বলেন, হাসেন আলীর দুই পুত্র সাবেক ইউপি সদস্য আব্দুল গণি এবং আব্দুল কাদের ঘটনাটির মিমাংশার আবেদন করায় শোমসপুর ইউপির দুই জন সদস্য সাইদুল মোল্লা ও ইকরাল কাজী সহ আমি আমার পর্ষদবর্গ লিখিত ভাবে শালিশী সিদ্ধান্ত গ্রহনের প্রস্তাব দিলে আব্দুল গফুর বিষয়টি মেনে নিতে অস্বীকৃতি জানায়। তাই আমি শালিশ স্থগিত করে চলে আসি। কিছুক্ষন পর তাদের ভাই ভাইয়ে মারামারির ঘটনা ঘটে এবং গফুর হাসপাতালে ভর্তি হয়েছে বলে খবর পাই। সকালে গফুরের মৃত্যু সংবাদ পাই।
খোকসা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নাজমুল হুদা বলেন, এ ব্যপারে গফুরের ছেলে মামুন প্রামানিক বাদী হয়ে ৮ জন সহ আজ্ঞাত আসামী করে মামলা দায়ের করেছে। আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এবিএন/সুমন কুমার মন্ডল/জসিম/রাজ্জাক