শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • খোকসায় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

খোকসায় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

খোকসায় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

খোকসা (কুষ্টিয়া), ২১ ডিসেম্বর, এবিনিউজ : কুষ্টিয়া খোকসায় ৪৭ তম বাংলাদেশ জাতীয় স্কুল-মাদ্রাসার কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে শীতকালীন ক্রীড়া সমিতির শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করলেন উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সদর উদ্দিন খান। আজ বৃহস্পতিবার সকাল দশটার সময় উপজেলা জানিপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয় খেলার মাঠ ও খেলার উদ্বোধন করেন প্রধান অতিথি।

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, ক্রীড়ামোদী সুস্থ দেহ সুস্থ মানুষের সুস্থতায় এনে দেয়। এনে দেয় সুস্থ মানুষের মন-মগজ, নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতায় সুস্থতায় এনে দেয় ছাত্রছাত্রী এবং শিক্ষার্থীদের যুব সমাজকে আরো উদ্যোমী করে তোলে সুস্থ মনের ক্রীড়া। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সরকারি মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, জানিপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলী, মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আয়েন উদ্দিন প্রমুখ।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফারুখ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন। শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রায় দুইশতাধিক এ্যাথলেট ক্রীড়া প্রতিযোগিতায় ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করবে বলে জানিয়েছেন আয়োজক কর্তৃপক্ষ।

এবিএন/আলিফ উল হক/জসিম/রাজ্জাক

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত