![বন্দরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/12/21/sova_abnews_116346.jpg)
বন্দর, ২১ ডিসেম্বর, এবিনিউজ : বন্দরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় বন্দর উপজেলার বিআরডিবি’র হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
বন্দর উপজেলা পরিষদেরে নির্বাহী কর্মকর্তা পিন্টু বেপারীর সভাপতিত্বে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন- বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান মুকুল, ভাইস চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান এ্যাডঃ মাহামুদা আক্তার, সহকারি কমিশনার ভূমি শাহিনা শবনম, বন্দর থানা আওয়ামী লীগের সভাপতি ও বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব এম.এ রশীদ, জেলা জাতীয় পাটির আহবায়ক আবু জাহের।
আরও বক্তব্য রাখেন- বন্দর থানার তদন্ত অফিসার ইনর্চাজ হারুন অর রশীদ, পল্লী বিদুৎত জোনাল অফিসের ডিজিএম আশরাফুল ইসলাম খান, পরিবার ও পরিকল্পনা অফিসার ডাঃ আব্দুল কাদের, সমাজ সেবা কর্মকর্তা এস.এম মোক্তার হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফেরদৌসি আরা বেগম, আনসার ভিডিপি কর্মকর্তা দীন মোহাম্মদ মিঞা, মহিলা বিষয়ক কর্মকর্তা মোর্শেদা মমতাজ, বিশ্ব নবী ইসলামিয়া মাদ্রাসার অধ্যক্ষ মোঃ ইয়া ইয়া, বিএমম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুস সাত্তার, প্রকল্প ও বাস্তবায়ন কর্মকর্তা ইব্রাহিম খলিল, কলাগাছিয়া ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মোঃ বাচ্চু মিয়া ও বন্দর প্রেসক্লাবের পক্ষে সাংগঠনিক সম্পাদক আমির হোসেন প্রমুখ।
আইন শৃঙ্খলা কমিটির মাসিক বক্তারা বন্দর উপজেলার সার্বিক উন্নয়ন ও করণীয়সহ বিভিন্ন সমস্যা বিষয় নিয়ে আলাপ আলোচনা করেন।
এবিএন/নাসিরউদ্দিন/জসিম/এমসি