বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • লালপুরে বিভাগীয় কমিশনারের আশ্রয়ন প্রকল্প পরিদর্শন ও উঠান বৈঠক

লালপুরে বিভাগীয় কমিশনারের আশ্রয়ন প্রকল্প পরিদর্শন ও উঠান বৈঠক

লালপুরে বিভাগীয় কমিশনারের আশ্রয়ন প্রকল্প পরিদর্শন ও উঠান বৈঠক

লালপুর (নাটোর), ২১ ডিসেম্বর, এবিনিউজ : নাটোরের লালপুরে আজ বৃহস্পতিবার আশ্রয়ন প্রকল্প, গরীবের এ্যাম্বুলেন্স ও ভূমি অফিস পরিদর্শন এবং একটি বাড়ী একটি খামার প্রকল্পের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার নূর-উর-রহমান।

উপজেলার লালপুর ইউনিয়নের বালিতিতা আশ্রয়ন প্রকল্প পরিদর্শনের মধ্য দিয়ে কর্মসূচী শুরু হয়। এরপর একটি বাড়ী একটি খামার প্রকল্প দক্ষিন লালপুর-২ সমিতির উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজশাহী বিভাগীয় কমিশনার নূর-উর- রহমান।

লালপুরে বিভাগীয় কমিশনারের আশ্রয়ন প্রকল্প পরিদর্শন ও উঠান বৈঠকঅন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- নাটোরের জেলা প্রশাসক শাহিনা খাতুন, লালপুর উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম, সমবায় অফিসার আদম আলী। উপস্থিত ছিলেন সহকারী কমিশানার (ভূমি) মুহা: আবু তাহির, লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু ওবায়েদ, লালপুর ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক পলাশ প্রমূখ।

প্রধান অতিথি আশ্রয়ন প্রকল্প ও একটি বাড়ী একটি খামার প্রকল্পের সদস্যদের বিভিন্ন সমস্যার কথা শুনেন এবং ভালভাবে চলার জন্য তাদের বিভিন্ন ধরনের পরামর্শ দেন।

এবিএন/মোয়াজ্জেম হোসেন/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত