![চিকিৎসা শেষে শুক্রবার বাড়ি যাচ্ছে মুক্তামণি](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/12/21/muktamoni-abn_116349.jpg)
ঢাকা, ২১ ডিসেম্বর, এবিনিউজ : প্রায় ছয়মাস চিকিৎসা শেষে আগামীকাল শুক্রবার বাড়ি যাচ্ছে মুক্তামণি। আজ বৃহস্পতিবার ঢামেক হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন সাংবাদিকদের এ তথ্য জানান।
সামন্ত লাল বলেন, মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুয়ায়ী মুক্তামণিকে ছাড়পত্র দেওয়া হয়েছে। শুক্রবার সে তার পরিবারের সঙ্গে বাড়ি যাবে। তার চিকিৎসা সম্পন্ন হয়নি। তাকে আমরা ফলোআপে রেখেছি। হাসপাতালে আবার আসতে হবে তাকে।
তিনি বলেন, হেমানজিওমা রোগে আক্রান্ত মুক্তামণির আর অস্ত্রোপচার দরকার নেই। মুক্তামণি পারিবারের সদস্যরা বাড়ি যেতে চাইছে তাই তাকে ছাড়পত্র দেওয়া হয়েছে।
এদিকে মুক্তামণির বাবা ইব্রাহীম সবার কাছে দোয়া চেয়ে বলেছেন, আগামীকাল শুক্রবার সকালে মুক্তামণিকে নিয়ে আমরা বাড়ি যাবো। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন।
বাড়ি যাওয়ার বিষয়ে মুক্তামণির অনুভূতি জানতে চাইলে সে বলে, কাল আমি বাড়ি যাবো। তাই আমার ভীষণ ভালো লাগছে।
উল্লেখ্য, গত ১১ জুলাই মুক্তামণিকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের বার্ন ইউনিটের প্রধান প্রফেসর আবুল কালাম আজাদের নেতৃত্বে ৮ সদস্যের টিম মুক্তামনির চিকিৎসা করেছে। মুক্তামনির চিকিৎসার সব দায়িত্ব নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি নিয়মিত মুক্তামণির খোঁজ-খবরও নেন। এছাড়া প্রধানমন্ত্রী মুক্তামণির চিকিৎসার সব ব্যয়ভার বহন করেন।
এবিএন/জনি/জসিম/জেডি