![লালপুরে আওয়ামী লীগের উদ্যোগে বর্নাঢ্য আনন্দ শোভাযাত্রা](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/12/21/rally_abnews_116350.jpg)
লালপুর (নাটোর), ২১ ডিসেম্বর, এবিনিউজ : মহান বিজয় দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ বিশ্ব ঐতিহ্যের দলিল হিসেবে ইউনেস্কো স্বীকৃতি দেওয়ায় নাটোরের লালপুর উপজেলার কদিমচিলান ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে হাজার-হাজার জনতার অংশগ্রহণে আজ বৃহস্পতিবার বিকেলে আলোচনা সভা ও বর্নাঢ্য আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
শোভাযাত্রার সামনে থেকে নেতৃত্ব দেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য ও নাটোর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এ্যাড. আবুল কালাম আজাদ এমপি।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- লালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, সাধারন সম্পাদক ইসাহাক আলী, নাটোর জেলা আওয়ামী লীগের সদস্য উপাধ্যক্ষ বাবুল আকতার, লালপুর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি এসকেন্দার মির্জা, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক আমজাদ হোসেন।
আরও উপস্থিত ছিলেন- কদিমচিলান ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি হাছান আলী, সাধারণ সম্পাদক মাজেদুর ইসলাম, কদিমচিলান ইউপি চেয়ারম্যান সেলিম রেজা মাস্টারসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের প্রায় হাজার-হাজার নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
এবিএন/মোয়াজ্জেম হোসেন/জসিম/এমসি