![মাদারীপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/12/21/sova_abnews_116354.jpg)
মাদারীপুর, ২১ ডিসেম্বর, এবিনিউজ : ভিটামিন ’এ’ প্লাস ক্যাসুল খাওয়ান শিশু মৃত্যুর ঝুকি কমান এই স্লোগানকে সামনে রেখে মাদারীপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প¬াস ক্যাম্পেইন ২য় রাউন্ড উপলক্ষ্যে সংবাদ সম্মেলনের আয়োজন করে মাদারীপুর জেলা সিভিল সার্জন অফিস।
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় সিভিল সার্জনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে মাদারীপুর জেলা সিভিল সার্জন ডা. দিলীপ কুমার দাস সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপ-সচিব মোঃ আলী আকবর।
আরও উপস্থিত ছিলেন- ডাঃ এস এম খলিলুজ্জামান, সমন্বয়কারী ইব্রাহিম খলিল, মাদারীপুর প্রেসক্লাবের আহবায়ক মোঃ শাজাহান খান, প্রেসক্লাবের সাবেক সভাপতি গোলাম মাওলা আকন্দসহ জেলার কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২য় রাউন্ডে মাদারীপুর জেলার একটি পৌরসভা ও ৬১ ইউনিয়নের ১ থেকে ৫ বছর বয়সী ১ লাখ ৫২ হাজার ১৬৪ শিশুকে ভিটামিন ক্যাপসুল খাওয়ানো হবে।
জেলার ১ হাজার ৪৩৭ সেন্টারে আগামী শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ কার্যক্রম পরিচালনা করবেন স্বাস্থ্য বিভাগ ও পরিবার পরিকল্পনা বিভাগের ৫১২ কর্মী এবং ৪ হাজার ৬১১ জন স্বেচ্ছাসেবকসহ মোট ৫ হাজার ১২৩ কর্মী।
এবিএন/সাব্বির হোসাইন আজিজ/জসিম/এমসি