![হবিগঞ্জে নদী দেখি, ছবি আঁকি কর্মসূচী](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/12/21/paint_abnews_116357.jpg)
হবিগঞ্জ, ২১ ডিসেম্বর, এবিনিউজ : দখল-দূষণমুক্ত পুরাতন খোয়াই চাই, স্বাস্থ্যকর নগরী চাই-স্লোগানেকে নিয়ে ২ দিন ব্যাপী ‘নদী দেখি, ছবি আঁকি’ কর্মসূচী সমাপ্ত হয়েছে। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জ শাখা ও খোয়াই রিভার ওয়াটারকিপার কর্মসূচীর আয়োজনে আজ বৃহস্পতিবার বিকেলে মেজর জেনারেল এম.এ.রব স্মৃতিঘর সংলগ্ন ভরাটকৃত পুরাতন খোয়াই নদীতে এই কর্মসূচী শেষ হয়।
তরুণ চারুশিল্পীদের আঁকা ছবিতে পুরাতন খোয়াই নদীর বিভিন্ন অংশের দখল ও দূষনের চিত্র ফুঠে উঠে। ছবি আঁকা কর্মসুচীতে অংশগ্রহণ করেন- প্রশেনজিৎ চৌধুরী শিবু, আশীস আচর্য্য, নিরঞ্জন মন্ডল, দিপ্ত আচার্য্য, রিংকু দাস, মৌমিতা দাস প্রমুখ।
ছবি আঁকা কর্মসূচী সম্পর্কে বাপা জেলা সেক্রেটারি ও খোয়াই রিভার ওয়াটারকিপার তোফাজ্জল সোহেল বলেন, নদী রক্ষায় সচেতনতা, দখল-দূষণের বিরুদ্ধে প্রতিরোধ প্রতিবাদী হওয়ার আহ্বান জানানোর জন্য নিয়মিত আন্দোলনের অংশ হিসেবে নদীর বর্তমান চিত্র রং তুলির মাধ্যমে তুলে ধরার জন্য আমাদের এই কর্মসূচি।
তিনি বলেন, শহরের বুক চিরে পাঁচ কিলোমিটার দৈর্ঘ্য পুরাতন খোয়াই নদীর অস্থিত্ব প্রায় বিলীন হয়ে গেছে। এখনই পুরাতন খোয়াই নদী দখলমুক্ত না করলে এই অঞ্চলে মানবিক বিপর্যয় নেমে আসবে।
এবিএন/নুরুজ্জামান ভুঁইয়া/জসিম/এমসি