![পাঁচবিবিতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/12/21/pachbibi-map_116393.jpg)
পাঁচবিবি (জয়পুরহাট), ২১ ডিসেম্বর, এবিনিউজ : জয়পুরহাটের পাঁচবিবিতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ২৩ ডিসেম্বর দেশব্যাপী দ্বিতীয় রাউন্ডের জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে আজ বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শহিদ হোসেন। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রভাষক মোস্তাফিজুর রহমান। বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিবুল আলম, আয়মা রসুলপুর ইউপি চেয়ারম্যান জাহিদুল আলম বেনু, কুসুম্বা ইউপি চেয়ারম্যান মুক্তার হোসেন মন্ডল, সেনেটারী ইন্সপেক্টর রেজাউল করিম প্রমুখ। ৬-১১ মাস বয়সী শিশুকে ১টি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল ও ১২-৫৯ মাস বয়সী শিশুকে ১টি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
এবিএন/সজল কুমার দাস/জসিম/রাজ্জাক