![অভয়নগরের বাজারে খাস জমি দখল করে গড়ে উঠেছে ব্যবসা প্রতিষ্ঠান](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/12/22/avaynogor@abnews_116418.jpg)
অভয়নগর (যশোর) , ২২ ডিসেম্বর, এবিনিউজ : অভয়নগর উপজেলার সুন্দলী বাজারের প্রাণকেন্দ্র মশিহাটি রোড টাওয়ারের বীপরিতে জন চলাচলের সরকারী রাস্তার উপর ১৫ ফুট উঠে এসে অনেকগুলি দোকান ঘর নির্মাণ করে ব্যবসা-বাণিজ্য পরিচালনা করছেন বেশ কয়েকজন স্থানীয় ব্যক্তি। স্থানীয় প্রশাসনের অবহেলার সুযোগে এ সকল ব্যক্তিবর্গ জনস্বার্থ উপেক্ষা করে স্থাপনা নির্মাণ করে জনগনের চলাচলের রাস্তা চলাচলের জন্য অযোগ্য করে তুলেছে।
সরকারী জায়গায় স্থায়ী স্থাপনা করার নিয়ম না থাকলে ও তারা সরকারী জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করে আছে যুগের পর যুগ। এ সকল ব্যক্তিরা হলেন ডাঃ অনুপ মল্লিক, শুকলাল মল্লিক, শুকলাল মল্লিক, সনজিৎ কর্মকার, অমিয় কর্মকার, অমিয় মন্ডল, বিনোদ মন্ডল, পংকজ মন্ডল, শুকুমার সরকার।
এ ব্যাপারে দলিল লেখক বাবু শচিন কবিরাজ, বাবু সুনীল বিশ্বাস, তুষার বিশ্বাস, গোবিন্দ, অশোক বিশ্বাস সহ স্থানীয় আরো অনেকে অভিযোগ করেন, এ সকল স্থাপনার জন্য গাড়ির জ্যাম সব সময় লেগে থাকে। সরকারী জায়গা দখলকারীরা এলাকার প্রভাবশালী হওয়ায় তাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে কেউ সাহসী হয় না। এ বিষয়ে দখলকারী ডাঃ অনুপের কাছে জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, “তার ভবনটি ১২/১৩ ফুট রাস্তার জায়গার উপর উঠে নির্মাণ করা আছে বলে স্বীকার করেন।
তিনি আরও বলেন, তিনি শুধু একা নন, এ এলাকার অনেক ব্যক্তিই আছেন যারা সরকারী রাস্তায় দোকান, ঘর-বাড়ি নির্মাণ করে আছে। কর্তৃপক্ষ যদি সবাইকে স্থাপনা সরিয়ে নিতে নির্দেশ দেয় তাহলে আমিও আমার স্থাপনা সরিয়ে নেব।”
এবিএন/মো: সেলিম হোসেন/জসিম/নির্ঝর