বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • অভয়নগরের বাজারে খাস জমি দখল করে গড়ে উঠেছে ব্যবসা প্রতিষ্ঠান

অভয়নগরের বাজারে খাস জমি দখল করে গড়ে উঠেছে ব্যবসা প্রতিষ্ঠান

অভয়নগরের বাজারে খাস জমি দখল করে গড়ে উঠেছে ব্যবসা প্রতিষ্ঠান

অভয়নগর (যশোর) , ২২ ডিসেম্বর, এবিনিউজ : অভয়নগর উপজেলার সুন্দলী বাজারের প্রাণকেন্দ্র মশিহাটি রোড টাওয়ারের বীপরিতে জন চলাচলের সরকারী রাস্তার উপর ১৫ ফুট উঠে এসে অনেকগুলি দোকান ঘর নির্মাণ করে ব্যবসা-বাণিজ্য পরিচালনা করছেন বেশ কয়েকজন স্থানীয় ব্যক্তি। স্থানীয় প্রশাসনের অবহেলার সুযোগে এ সকল ব্যক্তিবর্গ জনস্বার্থ উপেক্ষা করে স্থাপনা নির্মাণ করে জনগনের চলাচলের রাস্তা চলাচলের জন্য অযোগ্য করে তুলেছে।

সরকারী জায়গায় স্থায়ী স্থাপনা করার নিয়ম না থাকলে ও তারা সরকারী জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করে আছে যুগের পর যুগ। এ সকল ব্যক্তিরা হলেন ডাঃ অনুপ মল্লিক, শুকলাল মল্লিক, শুকলাল মল্লিক, সনজিৎ কর্মকার, অমিয় কর্মকার, অমিয় মন্ডল, বিনোদ মন্ডল, পংকজ মন্ডল, শুকুমার সরকার।

এ ব্যাপারে দলিল লেখক বাবু শচিন কবিরাজ, বাবু সুনীল বিশ্বাস, তুষার বিশ্বাস, গোবিন্দ, অশোক বিশ্বাস সহ স্থানীয় আরো অনেকে অভিযোগ করেন, এ সকল স্থাপনার জন্য গাড়ির জ্যাম সব সময় লেগে থাকে। সরকারী জায়গা দখলকারীরা এলাকার প্রভাবশালী হওয়ায় তাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে কেউ সাহসী হয় না। এ বিষয়ে দখলকারী ডাঃ অনুপের কাছে জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, “তার ভবনটি ১২/১৩ ফুট রাস্তার জায়গার উপর উঠে নির্মাণ করা আছে বলে স্বীকার করেন।

তিনি আরও বলেন, তিনি শুধু একা নন, এ এলাকার অনেক ব্যক্তিই আছেন যারা সরকারী রাস্তায় দোকান, ঘর-বাড়ি নির্মাণ করে আছে। কর্তৃপক্ষ যদি সবাইকে স্থাপনা সরিয়ে নিতে নির্দেশ দেয় তাহলে আমিও আমার স্থাপনা সরিয়ে নেব।”

এবিএন/মো: সেলিম হোসেন/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত