শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

হবিগঞ্জের চুনারুঘাট থেকে মাদকসহ আটক ২

হবিগঞ্জের চুনারুঘাট থেকে মাদকসহ আটক ২

হবিগঞ্জ, ২২ ডিসেম্বর, এবিনিউজ : র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর সিপিসি-২, শ্রীমঙ্গল ক্যাম্পের একটি আভিযানিক দল হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানা এলাকায় অভিযান পরিচালনা বিভিন্ন ধরণের মাদক উদ্ধার করে।

২০ ডিসেম্বর বুধবার রাত ১০টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার বাঘমারা গ্রামের মো. রহিম মিয়ার বসত বাড়ীতে থেকে ৬৬ বোতল ফেন্সিডিল, ১৯ বোতল ভোদকা, ২৩ বোতল হুইস্কি (অফিসার্স চয়েস), মাদক বিক্রয় লব্ধ ২হাজার ৩শ টাকা, ২টি মোবাইল ফোন ও ৪টি সিমকার্ডসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করে র‌্যাব-৯।

আটককৃত আসামীরা হচ্ছে মো. রহিম মোল্লা (৫৫), পিতা. মৃত আশু মোল্লা, গ্রাম. বাঘমারা, থানা. চুনারুঘাট, জেলা. হবিগঞ্জ, ও মো. ফারুক মিয়া (৩২), পিতা. মৃত চেরাগ আলী, গ্রাম. রাজাপুর, থানা. চুনারুঘাট, জেলা. হবিগঞ্জ। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেফতারকৃত আসামীদ্বয়কে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানায় হস্তান্তর কার্যক্রম পক্রিয়াধীন। খবর প্রেস নোটের।

এবিএন/মো: নুরুজ্জামান ভ’ইয়া/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত