শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • নওয়াপাড়া থেকে উধাও হওয়া গম বোঝাই ট্রাক উদ্ধার: আটক ১

নওয়াপাড়া থেকে উধাও হওয়া গম বোঝাই ট্রাক উদ্ধার: আটক ১

নওয়াপাড়া থেকে উধাও হওয়া গম বোঝাই ট্রাক উদ্ধার: আটক ১

অভয়নগর (যশোর) , ২২ ডিসেম্বর, এবিনিউজ : শিল্প শহর নওয়াপাড়ার শেখ ব্রার্দাস’র ঘাট থেকে উধাও হয়ে যাওয়া গম বোঝাই ট্রাক যশোর থেকে উদ্ধার হয়েছে। গত মঙ্গলবার যশোরের শানতলা থেকে অভয়নগর থানা পুলিশ ড্রাইভার সহ ট্রাকটি উদ্ধার করেছে।

জানা গেছে, গত ১০ ডিসেম্বর শেখ ব্রার্দ্রাসের ঘাট থেকে ৩৬ টন ৪’শ ৭০ কেজি গম বোঝাই ট্রাক (ঢাকা মেট্রো ট -১৮-৭৪৩৮ )করে বগুড়ার শান্তাহার আজমির ফ্লাওয়ার মিলের উদ্যেশে ছেড়ে যায়। ৫/৬ দিন অতিবাহিত হলেও ট্রাকটি গন্তব্যে পৌছায়নি। শেখ ব্রার্দাস’র লোকজন ট্রাক শ্রমিক ইউনিয়ন ও মটর শ্রমিক ইউনিয়নে খোজ খবর নিয়ে যশোরের শানতলায় ট্রাকটির সন্ধান পায়। এ ঘটনায় শেখ ব্রার্দাসের এক কর্মকর্তা অভয়নগর থানায় একটি অভিযোগ দায়ের করেন।

থানার অফিসারস ইনচার্য বিষয়টি গুরুত্ব সহকারে একজন এস আইকে সঙ্গীয় ফোর্স সহ অভিযানে পাঠান। অভিযানে ট্রাকটি যশোরে শানতলা থেকে উদ্ধার হয় । এবং ট্রাকের ড্রাইভার সোহাগ শেখ ওরফে সবুজ শেখকে রাজবাড়ি জেলার কোদারগঞ্জ থেকে আটক করা হয়। আটক ড্রাইভার পুলিশের কাছে জানায় ট্রাকের গম কুষ্টিয়া শহরে একটি দোকানে বিক্রি করেছে। এ ঘটনায় অভয়নগর থানায় একটি মামলা হয়েছে। থানার ওসি শেখ গণি মিয়া জানান, একটি চৌকাস অভিযানে উধাও হয়ে যাওয়া ট্রাক ও ট্রাকের ড্রাইভরকে আটক করা হয়েছে। জড়িত অন্যান্যদেরও আটকের চেষ্টা চলছে। তিনি আরো জানান খোয়া যাওয়া গমের মূল্য প্রায় নয় লাখ টাকা।

এবিএন/মো: সেলিম হোসেন/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত