শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

চকরিয়ায় যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ১

চকরিয়ায় যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ১

চকরিয়া, ২২ ডিসেম্বর, এবিনিউজ : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় শ্যামলী পরিবহণের একটি যাত্রীবাহি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে গাড়ির সুপারভাইজার উত্তম কর্মকর্তা (৪২) নিহত হয়েছেন। এ সময় ওই গাড়িতে থাকা অন্তত ২০ যাত্রী কমবেশি আহত হয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার উত্তর হারবাং জাইল্যারঢালা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত উত্তম কর্মকার বরগুনা জেলার গৌরনদী এলাকার রণজিত কর্মকারের ছেলে। আজ শুক্রবার বিকেলে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে বলে চিরিংগা হাইওয়ে পুলিশের সার্জেন্ট নুরে আলম নিশ্চিত করেছেন।

চিরিঙ্গা হাইওয়ে পুলিশের এসআই মো.নাসির উদ্দিন জানান, গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহি বাস চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের জাইল্যাঢালা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এ সময় ওই বাসের সুপারভাইজার উত্তম কর্মকার গাড়ির ভেতরে আটকা পড়ে।

পরে স্থানীয় লোকজন, হাইওয়ে পুলিশ ও ফায়ার ব্রিগেডের লোকজন ঘটনাস্থলে গিয়ে আটকা পড়া সুপারভাইজারকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত শ্যামলী বাসটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে মামলা দায়ের করা হয়েছে।

এবিএন/মুকুল কান্তি দাশ/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত