শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • যানবাহনে ওভার লোডিং বন্ধে পঞ্চগড়ে হাইওয়ে পুলিশের অভিযান

যানবাহনে ওভার লোডিং বন্ধে পঞ্চগড়ে হাইওয়ে পুলিশের অভিযান

যানবাহনে ওভার লোডিং বন্ধে পঞ্চগড়ে হাইওয়ে পুলিশের অভিযান

পঞ্চগড়, ২২ ডিসেম্বর, এবিনিউজ : মহা-সড়কে চলাচলকারী মটরযানের সর্বোচ্চ ওজনসীমা নিয়ন্ত্রণের জন্য ঢাকা-পঞ্চগড় মহা-সড়কে হাইওয়ে পুলিশের অভিযান চলছে। মাননীয় মন্ত্রী, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এর সভাপতিত্বে অনুষ্ঠিত সড়ক উপদেষ্টা পরিষদের ৪১তম সভার সিদ্ধান্তের অনুবৃত্তিক্রমে গঠিত কমিটির সুপারিশ ও সিদ্ধান্তের প্রেক্ষিতে, মটরযানের সর্বোচ্চ ওজনসীমা (যানবাহন ও মালামালসহ) সাময়িক সময়ের জন্য মহা-সড়কে সারাদেশে সকল যানবাহনের নির্দীষ্ট টন এক্রেল নির্ধারণ করা হয়েছে।

জানা যায়, মহা-সড়কে চালাচলকৃত এসব যানবাহন ২ এক্রেল (৬ চাকা) বিশিষ্ট মটরযানের সর্বোচ্চ ওজনসীমা (যানবাহন ও মালামালসহ) সাময়িক সময়ের জন্য ২২ টন, ৩ এক্রেল (১০ চাকা) বিশিষ্ট মটরযানের সর্বোচ্চ ওজনসীমা (যানবাহন ও মালামালসহ) সাময়িক সময়ের জন্য ৩০ টন এবং ৪ এক্রেল (১৪ চাকা) বিশিষ্ট মটরযানের সর্বোচ্চ ওজনসীমা (যানবাহন ও মালামালসহ) সাময়িক সময়ের জন্য ৪০ টন নির্ধারণ করা হয়েছে।

গত ১৪ ডিসেম্বর জেলার তেঁতুলিয়া উপজেলার পাথর কুয়ারী ভজনপুরে সকল মটরযান চালকসহ মালিক-শ্রমিকদের নিয়ে তেঁতুলিয়া হাইওয়ে পুলিশের এক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় রংপুর বিভাগীয় হাইওয়ে পুলিশের এ.এসপি (সারকেল) জনাব হিরেন্দ্র মহাপাত্র সকলকেই ২০ ডিসেম্বর হতে মন্ত্রণালয়ের নির্দেশ মানার জন্য আহব্বান করেন।

এরই প্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার হাইওয়ে পুলিশের দেয়া কেবাসিটি লোড আইন না মানায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তেঁতুলিয়া-পঞ্চগড় মহা-সড়কের মাগুড়মারী, ভজনপুর ও বুড়াবুড়ি এলাকার প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে কয়েক শতাধীক ওভার লোডিংকৃত যানবাহনকে আটক করে তেঁতুলিয়া হাইওয়ে থানা পুলিশ। পঞ্চগড়ের বোদলি ট্রাক চালক (বোদলি ড্রাইভার) এদের পুলিশের সাথে উদভট আচরণে শতাধীক গাড়ির দীর্ঘ লাইনে মহা-সড়কে সাধারণ মানুষসহ অন্যান্য যানবাহন চলাচলে বিঘœ সৃষ্টি হয়। এ সময় হাইওয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ্যে প্রথমবারের মত এসব যানবাহকে ছেড়ে দেওয়া হয়।

আজ শুক্রবার সকাল থেকে মহা-সড়কে হাইওয়ে পুলিশের কড়া অবস্থান লক্ষ করা গেছে। কিছুকিছু জায়গায় হাইওয়ে পুলিশের সদস্যরা মহা-সড়কে যানবাহন চালকদের হাতে মন্ত্রণালয়ের বিজ্ঞোপ্তিকৃত লিফলেট তুলে দিতে দেখা গেছে। এদিকে পুলিশের দেয়া কেবাসিটি লোড আইন জানার পরেও কিছু কিছু উদভট ট্রাক চালক পাথর কুয়ারী থেকে ওভার লোড করে যানবাহন গুলোকে মহা-সড়কের পাশে অবস্থান করতে দেখা গেছে। তবে স্থানীয় ট্রাক গুলোকে কেবাসিটি লোড আইন মেনে সঠিক গন্তব্যে যেতে দেখা গেছে।

এ বিষয়ে তেঁতুলিয়া হাইওয়ে থানার ওসি এনামুল হক জানান, বর্তমান সরকারের আদেশকৃত সকল আইন বাস্তবায়িত হয়েছে। নিসন্দেহে মটরযানের সর্বোচ্চ ওজনসীমা আইন মহা-সড়ক দুর্ঘটনা, ব্রীজ-কালভাট, রাস্তাঘাট ক্ষতি সাধনে কার্যকৃত হবে। রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় এই আইন মানা সকলের দায়িত্ব।

মন্ত্রণালয়ের আদেশকৃত বিজ্ঞপ্তি পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বলবদ থাকবে। আইন অমান্যকারী ব্যক্তি ও যানবাহনের বিরুদ্ধে আইনানুযায়ী যথাযোগ্য ব্যবস্থা নেওয়া হবে।

এবিএন/ডিজার হোসেন বাদশা/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত