![নারীদেরকেও দেশের জন্য কাজ করতে হবে: মাহজাবিন খালেদ বেবী](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/12/22/baby_abnews_116521.jpg)
জামালপুর, ২২ ডিসেম্বর, এবিনিউজ : জামালপুর সংসদের প্যানেল স্পীকার ও মহিলা এমপি মাহজাবিন খালেদ বেবী বলেছেন, দেশকে মধ্যম আয়ে উন্নীত করণে ঘরে বসে থাকলে হবে না; নারী সমাজকেও এগিয়ে আসতে হবে। নারীকে শুধু ঘর ও পরিবারকে সামাল দিলেই চলবে না।
তিনি দেশের স্বার্থে দায়িত্বশীল রাজনীতি করার উপর গুরুত্বারোপ করেন। বেবি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নারী নেতৃত্বের জননী ও উজ্জল দৃষ্টান্ত বলে মন্তব্য করেন।
আজ শুক্রবার চরগোয়ালীনি ইউনিয়নের আমডাঙ্গা, ডি-বালিয়ামারী ও ডিগ্রিচর গ্রামে গণসংযোগ শেষে ডিগ্রিচর বেপারী পাড়া মজিবরের বাড়ীতে উঠান বৈঠকে তিনি এ কথা বলেন।
এবিএন/শাহ্ জামাল/জসিম/এমসি