![কাউন্সিলর পদে আওয়ামী লীগ ১৬, বিএনপি ৯, জাপা ৫, স্বতন্ত্র ৩](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/12/22/city_abnews_116549.jpg)
রংপুর, ২২ ডিসেম্বর, এবিনিউজ : রংপুর সিটি করপোরেশন নির্বাচনে ৩৩টি সাধারণ কাউন্সিলর পদে ১৬ জন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী, বিএনপি সমর্থিত ৯ জন, জাতীয় পার্টি ৫ জন ও স্বতন্ত্র ৩ জন জয়ী হয়েছেন।
আওয়ামী লীগ সমর্থিত বিজয়ী কাউন্সিলরা:
১নং ওয়ার্ড- রফিকুল ইসলাম, ২নং ওয়ার্ড- আবুল কালাম আজাদ, ৩নং ওয়ার্ড- মোস্তাফিজার রহমান লিটন, ৪নং ওয়ার্ড- হারাধন চন্দ্র রায়, ৫নং ওয়ার্ড- মোখলেছুর রহমান তরু, ৬নং ওয়ার্ড- মনোয়ারুল ইসলাম লেবু সরকার, ১৫নং ওয়ার্ড- জাকারিয়া আলম শিপলু, ১৬নং ওয়ার্ড-আমিনুর রহমান, ১৭নং ওয়ার্ড- আব্দুল গফফার আলী, ২২নং ওয়ার্ড- মিজানুর রহমান মিজু, ২০নং ওয়ার্ড- তৌহিদুল ইসলাম, ২৬নং ওয়ার্ড- সাইফুল ইসলাম ফুলু, ২৭নং ওয়ার্ড- হারুন অর রশিদ, ২৮নং ওয়ার্ড- রহমত উল্ল্যাহ বাবলা, ৩২নং ওয়ার্ড- সৈয়দ মাহবুব মোর্শেদ শামিম, ৩৩নং ওয়ার্ড-সিরাজুল ইসলাম সিরাজ।
বিএনপি সমর্থিত বিজয়ী কাউন্সিলররা:
৭নং ওয়ার্ড- মাহাফুজার রহমান মাফু , ৯নং ওয়ার্ড- নজরুল ইসলাম দেওয়ানী, ১২নং ওয়ার্ড- রবিউল ইসলাম রতন, ১৪নং ওয়ার্ড- শফিকুল ইসলাম মিঠু, ১৮নং ওয়ার্ড- মুনতাসির শামীম লাইকো, ২৩নং ওয়ার্ড- মো. সেকেন্দার আলী, ২৪নং ওয়ার্ড- মীর জামাল উদ্দিন, ২৯নং ওয়ার্ড মোক্তার হোসেন , ৩০নং ওয়ার্ড- মালেক নিয়াজ আরজু।
জাতীয় পার্টি সমর্থিত বিজয়ী কাউন্সিলররা:
৮নং ওয়ার্ড- মামুনুর রশিদ মানিক, ১৩নং ওয়ার্ড- ফজলে এলাহি ফুলু, ২১নং ওয়ার্ড- মাহাবুবার রহমান মঞ্জু, ২৫নং ওয়ার্ড- নুরুন নবী ফুলু, ৩১নং ওয়ার্ড শামছুল আলম।
স্বতন্ত্র বিজয়ী কাউন্সিলররা:
১০নং ওয়ার্ড- লাইকুর রহমান নাজু, ১১নং ওয়ার্ড- জয়নুল আবেদীন, ১৯নং ওয়ার্ড-মাহামুদুর রহমান টিটু নির্বাচিত হয়েছেন।
উল্লেখ্য, রংপুর সিটি করপোরেশন নির্বাচন ৩৩টি ওয়ার্ডে সাধারণ (পুরুষ) কাউন্সিলর প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন ২১১ জন।
এবিএন/তপন কুমার রায়/জসিম/এমসি