![গাজীপুরে আগুনে ৫টি ঘর পুড়ে ছাই](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/12/23/fire_116566.jpg)
গাজীপুর, ২৩ ডিসেম্বর, এবিনিউজ : গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকার আগুন লেগে একটি বসত বাড়ির পাঁচটি ঘর পুড়ে গেছে।
গতকাল শুক্রবার দিনগত রাত পৌনে ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
শ্রীপুর ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শুক্রবার রাত পৌনে ১১টার দিকে ভবানীপুর এলাকার জাকির হোসেনের ভাড়া বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন আশপাশের ঘরে ছড়িয়ে পড়ে।
এ সময় স্থানীয়রা আগুন নেভাতে শুরু করে এবং ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধঘণ্টার চেষ্টায় আগুন নেভায়। আগুনে ওই বাড়ির টিন দিয়ে তৈরি পাঁচটি ঘর ও বিভিন্ন মালামাল পুড়ে গেছে।
শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. আল-আমিন সাংবাদিকদের জানান, ভবানীপুর এলাকার জাকির হোসেনের ভাড়া বাড়িতে বৈদ্যুতিক শর্ট সাকির্ট থেকে আগুন লাগে। এ সময় আগুন ওই বাড়ির পাঁচটি কক্ষে ছড়িয়ে পড়ে। এতে ওই বাড়ির পাঁচটি কক্ষ ও বিভিন্ন আসবাবপত্র পুড়ে আনুমানিক দেড় লাখ টাকা ক্ষতি হয়েছে।
এবিএন/জনি/জসিম/জেডি