![ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/12/23/dhk-ctg-road-jam-abn_116568.jpg)
মুন্সীগঞ্জ, ২৩ ডিসেম্বর, এবিনিউজ : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। গতকাল শুক্রবার রাতে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ঢাকাগামী সড়কে যানবাহনের যানজটের সৃষ্টি হয়। যা আজ শনিবার সকালেও অব্যাহত থাকে।
মূলত মেঘনা সেতুর টোল প্লাজায় মালবাহী যানবাহন ধীরগতিতে স্কেলিং করার কারণেই এ যানজটের সৃষ্টি হচ্ছে। তাই ২৫ কিলোমিটার সড়কটি পার হতে সময় লাগছে প্রায় ২ ঘণ্টা। এর আগে গতকাল দুপুর থেকে ধীরগতিতে যানবাহন চলাচল স্বাভাবিক থাকলেও রাতে এই সড়কটিতে যানবাহনের দীর্ঘ লাইন দেখা যায়।
এই সমস্যার ভুক্তভুগী গাড়ি চালকরা জানান, এই এলাকায় যানজট প্রতিদিনকার ঘটনা হয়ে দাঁড়িয়েছে। চট্টগ্রাম মহাসড়কটিতে কম বেশি সবাইকে যানজটের কবলে পরতে হচ্ছে। রাত ১২টা থেকে কুমিল্লা জেলার দাউদকান্দি থেকে ঢাকাগামী সড়কটিতে যানজটের সৃষ্টি হয় যা মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার মেঘনা সেতু পর্যন্ত থাকে। দিনে তেমন কোনো চাপ না থাকলেও রাতে এই সমস্যা ব্যাপক আকার ধারণ করে।
স্থানীয় হাইওয়ে পুলিশ জানায়, সপ্তাহের ছুটির দিনগুলোতে যানবাহন চলাচল বেশি থাকে। তাছাড়া মেঘনা সেতু প্রান্তে যানবাহন স্কেলিং করতে কিছুটা সময় বেশি লেগে যায়। তাই এ সময় মহাসড়কের ঢাকাগামী সড়কটিতে যানবাহনের অতিরিক্ত চাপ থাকার কারণে যানজট সৃষ্টি হচ্ছে।তবে যানজট নিরসনে হাইওয়ে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
এবিএন/জনি/জসিম/জেডি