![কালিয়াকৈরে চার দিন ধরে বাসচালক নিখোঁজ](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/12/23/kaliakoir_116587.jpg)
গাজীপুর, ২৩ ডিসেম্বর, এবিনিউজ : গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালিয়াকৈর পরিবহন (কেপি) এর চালক ফয়েজ উদ্দিন আহম্মেদ (৩৫) চার দিন ধরে নিখোজ রয়েছে। তার ছোট ভাই মোকলেছুর রহমান গতকাল শুক্রবার বিকেলে কালিয়াকৈর থানায় একটি সাধারন ডায়েরী করেছেন।
নিখোঁজ ফয়েজ উপজেলার লতিফপুর এলাকার সাহাজ উদ্দিনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে কালিয়াকৈর-গাজীপুর পরিবহনের যাত্রীবাহী বাস চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছিল।
পুলিশ ও পরিবার সুত্রে জানা যায়, ওই বাস চালক ফয়েজ গত বুধবার সকালে ৩১ হাজার টাকা নিয়ে ঢাকায় গাড়ীর কাজ করাবে বলে বাড়ী থেকে বের হয়। অদ্যবধি ফিরে আসেনী। তার স্ত্রী শিউলী ও দুই ছেলে সোহাগ ও সোহান স্বামী ও বাবার জন্য অপেক্ষায় প্রহর গুনছে। তিন দিনেও তার সন্ধান না পেয়ে তার ছোট ভাই থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন। তার স্বজনরা ওই চালককে না পেয়ে হতাশায় দিন কাটাচ্ছে।
কালিয়াকৈর থানার ডিওটি অফিসার ওসমান গনি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এবিএন/আলমগীর হোসেন/জসিম/এমসি