![অপপ্রচার করে পরিবেশ নষ্ট করছে বিএনপি](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/12/23/songbad_abnews_116592.jpg)
বড়াইগ্রাম (নাটোর), ২৩ ডিসেম্বর, এবিনিউজ : নাটোরের বনপাড়া পৌরসভায় নির্বাচনী আগামী ২৮ ডিসেম্বর। প্রচারণা জমে উঠেছে। নির্ঘুম রাত পার করছেন প্রার্থী ও কর্মীরা। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পক্ষে-বিপক্ষে চলছে প্রচারণা। আবার পক্ষে-বিপক্ষে চলছে সংবাদ সম্মেলন। তারই ধারাবাহিকতায় আজ শনিবার সংবাদ সম্মেলন করেছেন আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী ও বর্তমান মেয়র কেএম জাকির হোসেন। সংবাদ সম্মেলনে তিনি দাবী করেন বিএনপি অপপ্রচার করে পরিবেশ নষ্ট করছে।
লিখিত বক্তব্যে তিনি বলেন, বিএনপি তাদের নিশ্চিত পরাজয় দেখে হতাশা গ্রস্থ হয়ে নির্বাচনকে ঘিরে নানা অপপ্রচারে লিপ্ত হয়েছে। গত নির্বাচনে এবারের প্রতিদ্বন্দ্বী প্রার্থী মহুয়া নুর কচি পরাজিত হয়ে মামলা ও মিথ্যাচার করেছিল। মামলায়ও সে পরাজিত হয়েছে। এবারের নির্বাচনে কৌশলী অপপ্রচারের জন্য গত ১৯ তারিখে কালিকাপুর এলাকায় রিটার্নিং অফিসারকে উপস্থিত করে তাকে প্রচারণায় বাধা দেওয়া হচ্ছে বলে মিথ্যা নাটক সাজিয়েছিল। স্থাণীয় প্রশাসন তদন্ত করে এর কোন সত্যতা পায় নাই। বরং বিএনপি প্রার্থী চিহ্নিত সন্ত্রাসীদের সাথে নিয়ে প্রচারনার সময় আমার কর্মীদের হুমকি দিচ্ছে। শান্তপূর্ণ নির্বাচনের স্বার্থে এসব বিষয়কে এড়িয়ে চলছি।
তিনি বলেন, ২০১১ সালের নির্বাচনে বিজয়ী হয়ে পৌরসভাকে দ্বিতীয় থেকে প্রথম শ্রেণীতে উন্নীত করেছি। দেশের ৩২৬ পৌরসভার মধ্যে মাত্র ২০টি পৌরসভাকে তৃতীয় নগর উন্নয়ন প্রকল্প ভুক্ত করা হয়েছে। বনপাড়া পৌরসভাকে তার মধ্যে অর্ন্তভুক্ত করে তিন কিস্তিতে ৩০ কোটি টাকা বরাদ্দ নিয়ে প্রথম কিস্তির কাজ শেষ ধাপে রয়েছে।
এছাড়া পানি নিষ্কাশন ও স্যানিটেশান প্রকল্পে ৬০ কোটি এবং কুয়েত উন্নয়ন প্রকল্পে ৫০ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের অন্তর্ভুক্ত করা হয়েছে। এসব বিবেচনায় পৌরসভার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকল ভোটারগণ তার নির্বাচনী প্রচারণায় নেমেছেন। ফলে ২৮ তারিখের নির্বাচনে শতভাগ নিপপেক্ষ নির্বাচনের মাধ্যমেই তিনি বিজয়ী হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট শাজাহান কবির পিপি, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মোল্লা,উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল জলিল প্রামাণিক, সাধারণ সম্পাদ অ্যাডভোকেট মিজানুর রহমান, বনপাড়া পৌর সাধারণ সম্পাদক আতাউর রহমান, আব্দুল বারী মজুমদার প্রমূখ।
বিএনপি’র মেয়র প্রার্থী মহুয়া ইয়াসমিন অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ বিগত নির্বাচনের মত এবারও কৌশলে মেয়রপদ দখলে নিতে চায়। এজন্য প্রচারণায় বাধা ও হুমকি অব্যহত রেখেছে। এটা কোন মিথ্যাচার নয়, এটাই বাস্তব।
এবিএন/আশরাফুল ইসলাম আশরাফ/জসিম/এমসি