শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • হাজীপুরে হত্যার বিচার ও মাদক নির্মূলের দাবিতে সড়ক অবরোধ

হাজীপুরে হত্যার বিচার ও মাদক নির্মূলের দাবিতে সড়ক অবরোধ

হাজীপুরে হত্যার বিচার ও মাদক নির্মূলের দাবিতে সড়ক অবরোধ

নরসিংদী, ২৩ ডিসেম্বর, এবিনিউজ : নরসিংদীর হাজীপুরে অটোরিক্সা চালক ইমরান হত্যার বিচার ও মাদক নির্মূলের দাবিতে নরসিংদী-রায়পুরা আঞ্চলিক সড়ক অবরোধ করেছে গ্রামবাসী।

আজ শনিবার সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত হাজীপুরের গেইটবাজার এলাকায় এই সড়ক অবরোধ করে রাখা হয়। এ সময় নরসিংদী-রায়পুরা আঞ্চলিক সড়কে দেড় ঘন্টা সব ধরণের যান চলাচল বন্ধ থাকে।

অবরোধ চলাকালীন সময় অটোরিক্সা চালক ইমরান হত্যার বিচার ও মাদক নির্মূলের দাবীতে বক্তব্য রাখেন হাজীপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি সাইফুল ইসলাম, ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহাদাত হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাস্টার তমিজ উদ্দিন, ইউপি সদস্য কামাল হোসেন, আরমান মুন্সী, আলতাফ হোসেন সহ গ্রামের সকল শ্রেণি-পেশার মানুষ।

এ সময় বক্তারা বলেন, ইমরান হত্যার আসামীদের অতীদ্রুত গ্রেপ্তার করে বিচার করা না হলে এবং হাজীপুর ইউনিয়ন থেকে মাদক ও সন্ত্রাস নির্মূল করা না হলে আগামীতে রেল অবরোধসহ আরও বড় আন্দোলনের ডাক দেয়া হবে।

এবিএন/সুমন রায়/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত