শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

আগৈলঝাড়ায় ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ

আগৈলঝাড়ায় ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ

আগৈলঝাড়া (বরিশাল), ২৩ ডিসেম্বর, এবিনিউজ : বরিশালের আগৈলঝাড়ায় ত্রাণ ও দূর্যোগ মন্ত্রণালয়ের উদ্যোগে দূর্যোগ মোকাবেলা ও অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

আজ শনিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল’র সভাপতিত্বে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এমপি।

বিতরণ সভায় বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা আ. রইচ সেরনিয়াবাত, মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আবু তাহের মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, বেবীহোম কর্মকর্তা আবুল কালাম আজাদ, গৈলা ইউপি চেয়ারম্যান সোয়েব ইমতিয়াজ লিমন প্রমুখ।

আলোচনা সভা শেষে উপজেলার বিভিন্ন ইউনিয়নের অসহায় ও দরিদ্র ও অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়।

এবিএন/অপূর্ব লাল সরকার/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত